নওয়াজউদ্দিনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ
গাড়ি পার্কিং করা নিয়ে কথাকাটাকাটি, তার পর ঠাস করে একটা চড়। বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে এমনই এক অভিযোগ দাখিল হয়েছে মুম্বাই পুলিশের কাছে, তা-ও নওয়াজ নাকি চড় মেরেছেন এক নারীকে! গতকাল দুপুরে আন্ধেরি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা জানিয়েছে এনডিটিভি। তবে পুরো ঘটনাটি অস্বীকার করেছেন নওয়াজের মুখপাত্র অনুপ পান্ডে।
এনডিটিভির ওই খবরে বলা হয়, ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় নারীকে অপমান কিংবা নির্যাতনের অভিযোগ করা হয়েছে নওয়াজের বিরুদ্ধে। ২৪ বছরের এক নারী এ অভিযোগ করেন, তবে তাঁর নাম প্রকাশ করা হয়নি।
নওয়াজউদ্দিনের ম্যানেজার অনুপ পান্ডে এ-সংক্রান্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এটা পুরোপুরি মিথ্যা একটি মামলা। কোনো রকমের অনুসন্ধান ছাড়াই এ মামলা করা হয়েছে। কথাকাটাকাটি হয়েছে সেটা ঠিক, কিন্তু কোনোরকমের হাতাহাতি হয়নি যেমনটা ওই অভিযোগে উল্লেখ করা হয়েছে।’
পুলিশের তথ্য অনুসারে, গাড়ি পার্কিংয়ের জায়গা নিয়ে বেশ কয়েক দিন ধরেই কিছু ঝামেলা চলছিল আন্ধেরির ইয়ারি রোডের হাউজিং সোসাইটিতে। গতকাল এর কর্তৃপক্ষ নওয়াজউদ্দিনকে সরাসরি চিঠি মারফত জানিয়ে দেয় যে তিনি ভুল জায়গায় তাঁর গাড়ি পার্ক করে চলেছেন। গতকাল দুপুরের দিকেই অভিযোগকারীর সঙ্গে নওয়াজের কথাকাটাকাটি হয় এবং একপর্যায়ে আচমকাই সেই নারীকে চড় মেরে বসেন এই অভিনেতা।
অবশ্য ম্যানেজার অস্বীকার করলেও নওয়াজউদ্দিন সিদ্দিকীর তরফ থেকে এ বিষয়ে কোনোরকমের মন্তব্য পাওয়া যায়নি।