প্রথমদিনে ‘এয়ারলিফট’-এর আয় ১২ কোটি
অক্ষয় কুমারের নতুন ছবি ‘এয়ারলিফট’। গত শুক্রবার মুক্তি পাওয়া ছবিটি মুক্তির প্রথম দিনে আয় করেছে ১২ কোটি ৩৫ লাখ রুপি। এ খবর জানিয়েছে ভারতীয় ট্যাবলয়েড মিড ডে।
১৯৯০ সালে ইরাক-কুয়েত যুদ্ধের সময় ভারতীয়দের উদ্ধারের গল্প নিয়ে তৈরি করা হয়েছে ছবিটি। বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদার্শ জানিয়েছেন, মুক্তির প্রথম দিনে দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে ছবিটি। সপ্তাহ শেষে এই আয় দ্বিগুণ হতে পারে।
ইরাক-কুয়েত যুদ্ধের সময় ভারতীয় সরকার ৪৮৮টি ফ্লাইটের মাধ্যমে এক লাখ ৭০ হাজার ভারতীয়কে দেশে ফিরিয়ে এনেছিল। সেই সময়ে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযানের গল্প নিয়েই তৈরি করা হয়েছে ‘এয়ারলিফট’।
রাজা কৃষ্ণা মেনন পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, নিমরাত কৌর, ফেরইয়ান ওয়াজহির, পুরব কোহলি প্রমুখ।
শুক্রবার ‘এয়ারলিফট’-এর সাথে মুক্তি পায় ‘ক্যায়া কুল হ্যায় হাম ৩’। ছবিটি মুক্তির প্রথম দিনে আয় করেছে ৮ কোটি ১৫ লাখ রুপি।
গত বছর মুক্তি পাওয়া অক্ষয় কুমার অভিনীত ‘বেবি’ ছবিটি মুক্তির প্রথম দিনে আয় করেছিল ৯ কোটি ৩০ লাখ রুপি।
এ বছর মুক্তি পাওয়া আলোচিত তিনটি ছবির মধ্যে এখন পর্যন্ত প্রথম দিনে সর্বোচ্চ আয় ‘এয়ারলিফট’-এর।
বছরের প্রথম সপ্তাহে মুক্তি পেয়েছিল অমিতাভ বচ্চন ও ফারহান আখতার অভিনীত ‘ওয়াজির’ ছবিটি। মুক্তির প্রথম দিনে ছবিটির আয় ছিল পাঁচ কোটি ৬১ লাখ রুপি।