অনুপম খেরকে আমির খানের অভিনন্দন!

ভারতে ‘অসহিষ্ণুতা’ ইস্যুতে বলিউড অভিনেতা আমির খানকে তীব্র ভাষায় আক্রমণ করা মানুষটি ছিলেন আরেক অভিনেতা অনুপম খের। সবাই হয়তো আমিরের বিরুদ্ধে একবার মন্তব্য করেছেন, তারপর থেমেছেন। তবে অনুপম খের ছিলেন ব্যতিক্রম, আমিরকে ভর্ৎসনা করে গেছেন তিনি ক্রমাগত। তবে বরাবরের মতোই আমির এখানেও ব্যতিক্রম হলেন, তাতে অনুপম বিস্মিত হতে পারেন আবার লজ্জাও পেতে পারেন! ইন্ডিয়া টিভি নিউজের খবরে জানা গেল, পদ্মভূষণ পুরস্কার পাওয়ায় অনুপম খেরকে অভিনন্দন জানিয়েছেন আমির খান।
সম্প্রতি একটি অনুষ্ঠানে আমির খানকে ‘অসহিষ্ণুতা’ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়। এমন সময় অনুপম খেরের আক্রমণ প্রসঙ্গ উঠে আসে, পাশাপাশি তাঁর পদ্মভূষণ পুরস্কার অর্জনের বিষয়টিও উল্লেখ করা হয়। তখন আমির খান সবাইকে বিস্মিত করে দিয়ে বললেন, ‘পদ্মভূষণ পাওয়ায় অনুপম খেরকে আমার তরফ থেকে উষ্ণ অভিনন্দন জানাই।’
‘পদ্মভূষণ’ পুরস্কার ভারতের রাষ্ট্রীয় পর্যায়ে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক। বলিউড অভিনেতাদের মধ্যে এ বছর কেবল অনুপমই পেয়েছেন এ পুরস্কার। এ ছাড়া বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়ক উদিত নারায়ণও এ পুরস্কার পেয়েছেন এ বছর।
অনুপম খেরের স্ত্রী কিরণ খের ক্ষমতাসীন বিজেপি দলের একজন সক্রিয় সদস্য এবং লোকসভার সাংসদ হিসেবে ২০১৪ সালে চন্ডিগড় থেকে নির্বাচিত। বর্ষীয়ান এই অভিনেতা নিজেও বিজেপির একজন কট্টর সমর্থক। ‘অসহিষ্ণুতা’ ইস্যুতে তিনি বেশ কয়েকবার তীব্র ভাষায় আক্রমণ করেছেন আমির খানকে। আমির এ বিষয়ে তখন তেমন কোনো উচ্চবাচ্য করেননি।
সম্প্রতি আমির খান এ বিষয়ে আরো স্পষ্ট করে বলেছেন, তিনি কখনোই দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাতে চান না। দেশ ছেড়ে বাইরে গেলেও নাকি তাঁর মন খারাপ হয়ে যায়।