হিন্দি ছবিতে অভিনয় করবেন গুলাম আলি
সংস্কৃতি যে জাত-পাত কিংবা দেশবিভেদের কাঁটাতারের বেড়া মানে না, ফের প্রমাণিত হয়ে গেল। ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ-যুদ্ধ আবহ যতই প্রকট হোক না কেন, সংস্কৃতির বন্ধনে যে প্রতিবেশী দুই দেশ বিনা সুতোর মালার মতো বাঁধা রয়েছে, তা ফের আরো একবার প্রমাণিত হলো।
এবারে ভারতের হিন্দি ছবিতে অভিনয় করছেন পাকিস্তানি গজল সম্রাট গুলাম আলি। সাম্প্রদায়িকতার বিষবাষ্পকে উড়িয়ে দিয়ে এবার অভিনয়ের বাহুডোরে ফের আরো একবার বাঁধা পড়তে চলেছে দুই দেশ। ‘ঘর ওয়াপসি’ নামে একটি হিন্দি ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক হতে চলেছে পাকিস্তানের বিশিষ্ট এই সংগীতশিল্পীর। তবে প্রথম অভিনয়ের জগতে এসে অভিনয় করাটা বেশ শক্ত কাজ বলেই মনে করছেন গুলাম আলি। তিনি বলেছেন, ‘গান গাওয়াটা অভিনয়ের থেকে বেশ সহজ কাজ।’
পরিচালক-প্রযোজক সুহেব ইলিয়াসির ‘ঘর ওয়াপসি’তে গুলাম আলির সঙ্গে অভিনয়ে আছেন ফরিদা জালাল, রিমা লাগু, অলোক নাথ প্রমুখ। এই ছবিতে অভিনয়ের পাশাপাশি একটি গানেও গলা দিয়েছেন কিংবদন্তি এই শিল্পী। গুলাম আলির পাশাপাশি এই ছবিতে গান গেয়েছেন সুনিধি চৌহান ও সোনু নিগম।
এর আগে পরিচালক বি আর চোপরার ‘নিকাহ’ ছবিতে ‘চুপকে চুপকে রাত-দিন’ গানের মাধ্যমে বলিউডে পা রাখেন গুলাম আলি। আর এবার রীতিমতো অভিনয় করছেন তিনি। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায়, চলতি মাসের ২৯ তারিখ এই ছবির সংগীত উন্মোচন করা হবে ভারতের বাণিজ্য নগরী মুম্বাইতে।