অপরাধী মা-বাবার তারকা সন্তান
মা অথবা বাবা কোনো অপরাধে জড়িত ছিলেন। কিন্তু তাঁরা সেই বলয় থেকে বেরিয়ে এসেছেন। শুধু তাই নয়, পরিণত হয়েছেন নিজ দেশ ও বিশ্বের জনপ্রিয় তারকায়। বলছিলাম কয়েকজন চলচ্চিত্র তারকার কথা। এই তারকারা বাবা-মায়ের অপরাধী পরিচয় থেকে বেরিয়ে এসে বিশ্বদরবারে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তারকাদের অপরাধী মা-বাবার গল্প নিয়েই এই আয়োজন।
জ্যাকি চ্যান
জ্যাকির মা-বাবার জীবন ছিল কঠিন। তবে আইন ভঙ্গ করেছেন যৎসামান্যই। বাবা চার্লস চ্যান পেরিয়ে এসেছেন চীনা গৃহযুদ্ধ। ওই সময় চীনা জাতীয়তাবাদীদের হয়ে তিনি গুপ্তচরবৃত্তি করেছেন। এ কাজ করতে গিয়ে তিনি দুইবার কমিউনিস্টপন্থী আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হয়েছেন। জ্যাকির মা লে লে আফিমের ব্যবসা করতে গিয়ে একটি বন্দরে চার্লস চ্যানের হাতে ধরা পড়েন। আইনের রক্ষক হয়েও চার্লস তাঁকে ছেড়ে দেন। পরবর্তীতে লে লে জুয়া খেলা শুরু করেন। এ সময় চার্লস ও লে লের সম্পর্ক গড়ে ওঠে। একসময় তাঁদের ঘরে জন্ম নেয় বর্তমান বিশ্বের অন্যতম চলচ্চিত্র তারকা জ্যাকি চ্যান।
লিন্ডসে লোহান
হলিউড তারকা লিন্ডসে লোহান তখন সবেমাত্র চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন, এমন সময়ে তাঁর বাবা ওয়াল স্ট্রিটের শেয়ার ব্যবসায়ী মাইকেল লোহান প্রথম কারাগারে যান। তাঁর বিরুদ্ধে শেয়ারের দর নিয়ে কারসাজির অভিযোগ ছিল। তিন বছর কারাদণ্ড হয় তাঁর। এরপর আরো পাঁচ বছরের জন্য শর্তসাপেক্ষে তাঁকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। তবে ওই শর্ত ভঙ্গ করে লিন্ডসেকে দেখতে ক্যালিফোর্নিয়ায় নাপা ভ্যালিতে যাওয়ায় চার্লসের এক বছর কারাদণ্ড হয়।
এরপরও থেমে থাকেনি চার্লসের অপরাধ কর্মকাণ্ড। পরে তাঁর বিরুদ্ধে দুবার হামলার চেষ্টা, একবার মাতাল হয়ে গাড়ি চালানো, অর্থ পরিশোধে অপারগতা ও পারিবারিক সহিংসতার অভিযোগ হয়। বাবার এমন কার্যক্রম লিন্ডসেকে হলিউড তারকা হওয়ার পথে বাধা হতে পারেনি। কিন্তু, ফল গাছ থেকে খুব দূরে পড়ে না—এই কথাকে প্রমাণ করে তারকাখ্যাতি পাওয়ার পর লিন্ডসের কিছু কার্যক্রম। এরই মধ্যে চুরিসহ বেশ কয়েকটি অভিযোগ হয়েছে তাঁর বিরুদ্ধে, কারাবাসও হয়েছে তাঁর।
ডেমি মুর
ডেমির জন্মের আগেই তাঁর মা-বাবার ছাড়াছাড়ি হয়। তিনি বড় হন মা ও সৎবাবার সংসারে। ওই দুজনই প্রায় সব সময় মাতাল থাকতেন। এক সময় সৎবাবাও তাঁর মাকে ছেড়ে চলে যান। এর কিছুদিন পরই ডেমির সৎবাবা আত্মহত্যা করেন। আর তাঁর মায়ের বিরুদ্ধে বেশ কয়েকবার আইন ভঙ্গের অভিযোগ ওঠে। মাতাল হয়ে গাড়ি চালানো ও অগ্নিসংযোগের অভিযোগে তাঁকে গ্রেপ্তারও করা হয়। মায়ের এই অপরাধপ্রবণতা ডেমি মুরের হলিউড তারকা হওয়ার পথে বাধা হতে পারেনি।
উডি হ্যারেলসন
হলিউড তারকা উডি হ্যারেলসনের বাবা চার্লস কাটিয়েছেন অদ্ভুত জীবন। পেশাদার খুনি থেকে শুরু করে চলচ্চিত্রের স্ক্রিপ্ট লেখকের কাজও তিনি করেছেন। চার্লসের প্রথম পেশা ছিল বিশ্বকোষ বিক্রি। তবে জুয়ার কারণে তাঁর অধঃপতন শুরু হয়। একসময় টাকার বিনিময়ে মানুষ হত্যা শুরু করেন। দুজন ব্যবসায়ী হত্যায় তাঁর বিরুদ্ধে অভিযোগ হলেও খালাস পেয়ে যান। তবে অপর একটি হত্যার অপরাধে ১৫ বছর কারাদণ্ড হয়। ভালো ব্যবহারের কারণে মাত্র পাঁচ বছর পরই তিনি ছাড়া পান। পরবর্তী সময়ে একজন বিচারককে হ্ত্যার অপরাধে দুবার যাবজ্জীবন কারাদণ্ড হয় চার্লসের। ২০০৭ সালে কারাগারেই মৃত্যু হয় তাঁর। উডি হ্যারেলসনের তারকা হওয়ার পথে বাবার অপরাধ বাধা হতে পারেনি। তবে অনেক ক্ষেত্রেই কঠোর চরিত্রে হ্যারেলসনকে মানিয়ে নেওয়ার রহস্যের কিনারা মেলে।
টোবি ম্যাগুইরে
সুপারহিরো স্পাইডারম্যান তারকা টোবি ম্যাগুইরের বাবা ভিনসেন্ট ব্যাংক ডাকাতির অভিযোগে কারাভোগ করেছেন। তবে ওই ডাকাতির ঘটনা উত্তপ্ত মস্তিষ্কের কারণেই ঘটেছিল বলে মনে করা হয়। বাড়ির সামনেই একটি ব্যাংকে ডাকাতি করেন ভিনসেন্ট। দিনেদুপুরে করা এই ডাকাতিতে তিনি কোনো মুখোশও ব্যবহার করেননি। ডাকাতির পর পরই গ্রেপ্তার হন তিনি। পুলিশের কাছে স্বীকার করেন, বোনের মৃত্যুর পর দুই ভাগ্নির খরচ কীভাবে জোগাড় করবেন ভাবতে গিয়ে আবেগের বশে তিনি ডাকাতি করেন। তবে ওই ঘটনার পর আর কোনো অপরাধকর্মের সঙ্গে আর যুক্ত হননি ভিনসেন্ট।
হলিউডে এমন আরো অনেক তারকাই আছেন, যাঁদের মা-বাবা ছোটখাটো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু তাঁদের সন্তান এই অপরাধের বলয় কেটে বেরিয়ে আসতে পেরেছেন।