বেলাল খানের নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশ
‘পাগল তোর জন্য রে’, ‘এক মুঠো স্বপ্ন’, ‘একলা প্রহর’ গানসহ বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন সংগীতশিল্পী বেলাল খান।
এবার এই জনপ্রিয় শিল্পীর নতুন গান ‘টুপটাপ বৃষ্টি’ মিউজিক ভিডিও ছাড়া হয়েছে ইউটিউবে। ‘টুপটাপ বৃষ্টি ঝরে মনের উঠোনে, ছুপছাপ রাঙিয়ে দেয় হৃদয়ের সবুজ জমিন, মেঘলা দিনে বর্ষা আমায় ডাকে, একলা আমি খুঁজে বেড়াই তাকে, কিছু ভালোবাসা রং ছড়িয়ে চুপিচুপি কাছে আসে...’ এমন কথার গানটি লিখেছেন তারেক আনন্দ।
গত বছর প্রকাশিত মিশ্র অ্যালবাম ‘আনন্দের গান’-এ মুক্তি পেয়েছিল গানটি। গানটির সুর করেছেন বেলাল খান নিজেই। সংগীতায়োজন করেছেন অয়ন চাকলাদার।
নতুন এই মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন শাকিল রাজা ও নোভা। সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়েছে গত ২৯ ফেব্রুয়ারি লিপ ইয়ারে।
নতুন মিউজিক ভিডিও প্রসঙ্গে বেলাল খান বলেন, “‘টুপটাপ বৃষ্টি’ গানের অডিও ভার্সন শুনে অনেকেই প্রশংসা করেছেন। গানটি আমারও খুব পছন্দের। অডিও গান যতই ভালো হোক না কেন, ভিডিও ছাড়া সাড়া পাওয়া যায় না। তাই আমার উদ্যোগ ও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের সহযোগিতায় ভিডিওটি নির্মাণ করেছি। ভিডিওটি পরিচালনা করেছেন এলান। আশা করছি, বৃষ্টির এই গানটি সবার ভালো লাগবে।”

ফিচার ডেস্ক