শুটিংয়ে দুর্ঘটনার কবলে তিয়াসা, কী হয়েছে অভিনেত্রীর?
ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা তার বর্তমান জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-এর শুটিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন।ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করা হয়।
গুরুতর আঘাত নিয়ে বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন বলে জানা গেছে। এই খবর প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর ভক্ত ও অনুরাগী মহল চিন্তিত হয়ে পড়েছে।
স্টার জলসার মেগা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’-তে অভিনেতা রাহুল মজুমদারের বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিয়াসা। প্রতি দিনের মতোই চলছিল শুটিং। কিন্তু হঠাৎই ঘটল রক্তারক্তি কাণ্ড!
জানা গেছে, চিত্রনাট্য অনুযায়ী একটি দৃশ্যে তিয়াসাকে একটি ভারী ফুলদানি ছুঁড়তে হত। সেই ফুলদানিটি তোলার সময় হঠাৎই তা হাত ফসকে সোজা অভিনেত্রীর হাঁটুতে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই হাঁটু বেশ খানিকটা কেটে যায় এবং প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়।
তাৎক্ষণিক দুর্ঘটনার পর আর দেরি না করে সেটে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। চোটের গভীরতা এতটাই ছিল যে, জনপ্রিয় এই নায়িকাকে ইঞ্জেকশনও দিতে হয়েছে। সামান্যর জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেও, চিকিৎসকেরা তাকে সাবধানে চলাফেরা করার এবং সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন।
ব্যক্তিগত জীবনেও তিয়াসা লেপচা এখন চর্চার কেন্দ্রে। অভিনেতা সোহেল দত্তের সঙ্গে তার সম্পর্ক এবং তাদের বিয়ের জল্পনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার শেষ নেই। এমন সময়ে তার এই দুর্ঘটনার খবরে অনুরাগীরা বেশ উদ্বিগ্ন। সকলেই সোশ্যাল মিডিয়ায় তার দ্রুত আরোগ্য কামনা করছেন।
অভিনেত্রী সুস্থ হয়ে দ্রুত সেটে ফিরুন, এটাই এখন তার ভক্তদের একমাত্র চাওয়া।

বিনোদন ডেস্ক