শুভশ্রীর জন্মদিনে মনের কথা জানালেন অঙ্কুশ
২০১৪ সালে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ সিনেমার মাধ্যমে টলিউডে নতুন এক সাফল্যের সূচনা হয়েছিল অঙ্কুশ হাজরা ও শুভশ্রী গাঙ্গুলীর জুটির। সিনেমাটিতে এই জুটির রসায়ন ছিল চোখে পড়ার মতো, যা পর্দা পেরিয়ে বাসা বেঁধে নিয়েছিল দর্শক-হৃদয়ে। তবে এক দশক পেরিয়ে গেলেও তারা আর একসঙ্গে আর কোনো সিনেমাতে কাজ করেননি। তবুও কাজের সূত্রে যে বন্ধুত্ব গড়ে উঠেছে, তা আজও অটুট।
গতকাল সোমবার (৩ নভেম্বর) ছিল শুভশ্রীর জন্মদিন। এই বিশেষ দিনে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বন্ধুর কাজের প্রতি শ্রদ্ধা জানালেন অঙ্কুশ। তিনি জানালেন, শুভশ্রীর প্রতি তার গভীর শ্রদ্ধার অন্যতম কারণ হলো তার পরিশ্রম ও নিষ্ঠা।
অঙ্কুশ বলেন, ‘শুভশ্রী যেটা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে, তা হল পরিশ্রম। কাজের প্রতি তার অগাধ নিষ্ঠা। সে জীবনে অনেক সাফল্য পেয়েছে। সুপারস্টার তকমা পেয়েছে। তবু কাজ নিয়ে আগ্রহ কমেনি। অনেকে কাজের থেকে বেশি জনপ্রিয়তা বা সুযোগসুবিধা পেতে বেশি আগ্রহী হয়। কিন্তু শুভশ্রী একেবারে উল্টো। শুধু মন দিয়ে অভিনয় করে যেতে চায়।’
অঙ্কুশের কথায়, ‘শুভশ্রীর সঙ্গে আমার বন্ধুত্বের আরও বড় একটা কারণ হলো আমরা একই শহরের। আমাদের যাত্রাটাও একই রকম। তাই আজও আমরা আমাদের শিকড়কে ভুলিনি। ও সুপারস্টার তকমা পাওয়ার পরেও নিজের সংগ্রামটা ভুলে যায়নি। আমিও তাই। সেই জায়গা থেকে আমাদের বন্ধুত্বটা আরও দৃঢ় হয়েছে। আমাদের দেখে মনে হয় যেন আমরা চার-পাঁচটা সিনেমা একসঙ্গে করে ফেলেছি। অথচ মাত্র একটা সিনেমা করেছি।’
তিনি বলেন, ‘‘একটা সময় ছিল যখন ‘পাখি’ সিনেমার শুটিং করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি মুক্তি পায়নি। এখন আবার যদি শুভশ্রীর সঙ্গে কাজ করি, তাহলে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ মতো সিনেমা নয়, দর্শকের বর্তমান পছন্দ অনুযায়ী কিছু নতুন এবং আধুনিক উপস্থাপন করতে হবে।”
বন্ধু হিসেবে অঙ্কুশ শুভশ্রীকে কত নম্বর দেবেন? এমন প্রশ্নে তার উত্তর ছিল, ‘‘আমি সবসময় শুভশ্রীকে ১০-এ ১০ দেব। তার পরিশ্রম এবং অভিনয়ের প্রতি নিষ্ঠা সত্যিই অনুপ্রেরণাদায়ক। প্রতিটি চরিত্রে সে নতুন কিছু নিয়ে আসে। যেমন ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এবং ‘গৃহপ্রবেশ’ সিনেমাতে সে অভিনয় করেছে, তেমনি ‘পরীণিতা’ সিনেমার মতো চরিত্রেও সে নিজেকে প্রমাণ করেছে। আমি চাই, সে ভবিষ্যতে আরও ভালো কাজ করুক।”

বিনোদন ডেস্ক