বাথটাবের ছবিতে ভাইরাল শ্রাবন্তী, কী বলছেন নেটিজেনরা?
টলিউডের অন্যতম অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি তার পেশাগত কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা ওঠাপড়া নিয়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকেন। সম্প্রতি তিনি ফের বিতর্কের জন্ম দিয়েছেন। অভিনেত্রী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি বাথটাবের একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে সাবানের ফেনাভর্তি বাথটাবে সোনালি রঙের বিকিনিতে দেখা যাচ্ছে।
ছবিতে তার মুখে লেগে থাকা চেনা হাসি এবং চোখে আবেশের রেশ তার অনুরাগী মহলে মুগ্ধতা ছড়িয়েছে। ছবিটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নিজেকে সিক্ত করতে থাকুন।’
ছবিটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অসংখ্য অনুরাগী ছবিটি দেখে ভালোবাসা প্রকাশ করে 'অসাধারণ' বা 'দারুণ' এর মতো ইতিবাচক মন্তব্য করলেও, অভিনেত্রী তীব্র কটাক্ষের শিকারও হয়েছেন।
ট্রলিংয়ের শিকার হয়ে কেউ কেউ খোঁচা মেরে লিখেছেন, 'বুড়ি হয়ে আর কত রং দেখাবে', আবার কেউ কেউ ঠাট্টার সুরে তার স্নান করার অভ্যাসের দিকে প্রশ্ন তুলেছেন।
প্রসঙ্গত, বারবার বিয়ে ভাঙার কারণে শ্রাবন্তীকে নিয়ে প্রায়শই ট্রোলিং হয়। যদিও তিনি জীবনের সব চড়াই-উতরাই হাসিমুখে সামলে পেশাদার জগতে নিজেকে সক্রিয় রেখেছেন।

বিনোদন ডেস্ক