এই মুহূর্তে আমি বিয়ে নিয়ে ভাবছি না: ইধিকা পাল

দেবের মতো একই রকম কথা বলতে শোনা গেল অভিনেত্রী ইধিকা পালকে। ‘খাদান’ এবং ‘রঘু ডাকাত’ সিনেমার মাধ্যমে ইধিকা পাল এই মুহূর্তে টলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী। খুব স্বাভাবিকভাবেই তিনি কারো সঙ্গে প্রেম করছেন কিনা অথবা কবে বিয়ের পিঁড়িতে বসবেন তা নিয়ে জল্পনা কল্পনা থাকবেই।
বলিউড হোক বা টলিউড, তারকারা এখন সম্পর্কে জড়িয়ে পড়ার কয়েক বছরের মধ্যেই সাত পাকে বাঁধা পড়ে যাচ্ছেন। একটি নয়, একাধিক সন্তানের বাবা-মা হচ্ছেন তারা। সামান্য জনপ্রিয় হলেই বা প্রেমের খবর সামনে উঠে এলেই মানুষের আগ্রহ বাড়ে, কবে পছন্দের অভিনেতা অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসবেন।
এই মুহূর্তে টলিউডের মোস্ট ব্যাচেলার অভিনেতা হলেন দেব। রুক্মিনীর সঙ্গে কবে তিনি বিয়ের পিঁড়িতে বসবেন, তা নিয়ে জোর জল্পনা কল্পনা চলে সব মহলে। তবে অভিনেতা মনে করেন, বিয়ে মানেই দায়িত্ব তাই যতক্ষণ না তিনি দায়িত্ব সামলানোর মতো অবস্থায় পৌঁছাবেন ততক্ষণ বিয়ের পিঁড়িতে বসবেন না তিনি।
এবার দেবের মতো একই রকম কথা বলতে শোনা গেল ইধিকাকে। ‘খাদান’ এবং ‘রঘু ডাকাত’ সিনেমার মাধ্যমে ইধিকা এই মুহূর্তে টলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী। খুব স্বাভাবিকভাবেই তিনি কারো সঙ্গে প্রেম করছেন কিনা অথবা কবে বিয়ের পিঁড়িতে বসবেন তা নিয়ে জল্পনা কল্পনা থাকবেই।

সম্প্রতি Incoda Tv নামক একটি ফেসবুক পেজের তরফ থেকে ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছে তিনি কবে বিয়ের পিঁড়িতে বসবেন। সাংবাদিকের প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘এই মুহূর্তে আমি বিয়ে নিয়ে ভাবছি না। বিয়ে মানেই প্রচুর দায়িত্ব তাই এখন বিয়ে করার কোনো পরিকল্পনা নেই আমার। সেই চিন্তা ভাবনা এখন অনেক দূর।’
অভিনেত্রী আরও বলেন, ‘আগামী ১০ বছরে আমি অনেক অনেক কাজ করতে চাই। একজন ভীষণ ব্যস্ত অভিনেত্রী হতে চাই যার সারাটা বছর কাজ নিয়ে কেটে যাবে। এখন আমার মূল উদ্দেশ্য নিজের কাজে ফোকাস করা। এ ছাড়া ব্যক্তিগত জীবন নিয়ে এখন চিন্তা করার সময় নেই।’
প্রসঙ্গত, ইধিকার টলিউডে প্রথম অভিষেক দেবের সঙ্গে, তাও আবার ব্লকবাস্টার সিনেমায় এমন ভাগ্য কয়জনের হয়! শুধু দেব নয়, সবকিছু ঠিকঠাক থাকলে সোহমের বিপরীতেই প্রথম অভিনয় করার কথা ছিল ইধিকার। যদিও কিছু সমস্যা থাকার কারণে সেই সিনেমা মুক্তি পায় না। তাই দেবের বিপরীতে প্রথম অভিনয় করার সুযোগ পান এই অভিনেত্রী।