ইধিকা নন, সিয়ামের নায়িকা হবেন সুস্মিতা
আসন্ন ঈদুল ফিতরের শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার নায়িকা হওয়ার কথা ছিল ইধিকা পালের। বড় বাজেটের এই সিনেমায় আকাশচুম্বী পারিশ্রমিক চাওয়ায় সেটা আর সম্ভব হয়নি। এরপর খবর প্রকাশ হয়, মেহদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমাতে সিয়াম আহমেদের সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে যাচ্ছেন ইধিকা পালের। এর আগে এই পরিচালকের প্রথম ‘বরাবাদ’ সিনেমাতেও নায়িকা ছিলেন তিনি।
তবে নতুন খবর হচ্ছে, ইধিকা নন, ‘রাক্ষস’ চলচ্চিত্র সংশ্লিষ্টরা কলকাতার উঠতি নায়িকা সুস্মিতা চ্যাটার্জির প্রতি আগ্রহী হয়েছেন। যদিও সুস্মিতার এখন পর্যন্ত সৃজিতের সঙ্গে ঘুরে বেড়ানো ও প্রেমের গুঞ্জনের বাইরে উল্লেখযোগ্য কাজ নেই। তবে ‘লহো গৌড়াঙ্গ নাম রে’ ও ‘ভালোবাসার মরসুম’ নামের দুটি চলচ্চিত্রে সুস্মিতা যুক্ত হয়েছেন। এবার এই নায়িকার প্রতি আগ্রহী হয়ে উঠেছেন বাংলাদেশি নির্মাতা মেহেদী হাসান হৃদয়।
জানা গেছে, আগামী ১০ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ছবিটির শুটিং। তবে শুরুতেই থাকছেন না সুস্মিতা। পরের লটের শুটিংয়ে যুক্ত হবেন কলকাতার এসময় আলোচনায় থাকা সুস্মিতা।
জানিয়ে রাখা ভাল, ইধিকা পালের আগে ‘রাক্ষস’ সিনেমাতে কাজ করার কথা ছিল সাবিলা নূরের। তবে ঈদের অন্য একটি সিনেমার জন্য ‘রাক্ষস’ সিনেমা ছেড়ে দেন সাবিলা।
জানা গেছে, চলতি মাসেই ‘রাক্ষস’ সিনেমার শুট শুরু হচ্ছে অ্যাকশন ও রোমান্টিক ঘরানার এই সিনেমার। বাংলাদেশ ছাড়াও শুটিং হবে মালেশিয়া ও শ্রীলঙ্কায়।

বিনোদন ডেস্ক