শুটিং সন্দেশ
এবার হিজড়ার চরিত্রে মিশা সওদাগর
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন, বিএফডিসির ভেতরে মান্না ডিজিটাল কমপ্লেক্সের ছাদে একদল হিজড়া নাচগান করছে। আজ বুধবার বিএফডিসিতে গিয়ে এমন দৃশ্য দেখা গেল। কাছে গিয়ে জানা গেল এটি শাফিউদ্দিন সাফি পরিচালিত ‘মিসকল’ ছবির একটি গানের শুটিং চলছে। দেখা গেল গানের শুটিংয়ে অংশ নিয়েছেন অভিনেতা মিশা সওদাগর।
‘মিসকল’ ছবির প্রধান সহকারী পরিচালক সর্দার মামুন এনটিভি অনলাইনকে বলেন, ‘ছবির গল্পে দেখা যাবে যে, একটি মেয়েকে ধর্ষণ করতে যায় মিশা ভাই, সেখানে তাকে মারধর করে ছবির নায়ক বাপ্পি। পরে মিশা সওদাগর হিজড়া হয়ে যায়। তাদেরই একটি গানের শুটিং হচ্ছে এখন।’
ছবিতে অনেক কমেডি আছে। ছবির গল্পটাও একটু অন্য রকম, যা দর্শকদের ভালো লাগবে বলে জানান সর্দার মামুন। ছবির গানের কোরিওগ্রাফি করেছেন মাসুম বাবুল, আর গানের জন্য যে হিজড়ারা অভিনয় করছেন তাঁদের অধিকাংশই সত্যিকারের হিজড়া।
ছবির কাজের অগ্রগতি জানতে চাইলে সর্দার মামুন বলেন, ‘ছবির কাজ এরই মধ্যে আমরা প্রায় শেষ করে ফেলেছি। শুটিংয়ের কাজ প্রায় শেষ, আজ গানের শুটিং শেষ হচ্ছে। এরই মধ্যে একদিনের শুটিং আছে নায়ক বাপ্পির একটি অ্যাকশনের চেজিংয়ের। যা কয়েকদিনের মধ্যে করা হবে। এ ছাড়া ডাবিং, এডিটিংও করা হয়েছে।’
শাফিউদ্দিন সাফি পরিচালিত এই ছবিতে নায়ক বাপ্পির বিপরীতে অভিনয় করছেন মুগ্ধতা। আগামী এপ্রিল মাসে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার কথা রয়েছে।