ন্যান্সি ও সাফায়েতের নতুন গান ‘ভালো রাখার উপায়’
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মনিরা ন্যান্সি একক গানের পাশাপাশি দ্বৈতগানেও কণ্ঠ দিচ্ছেন নিয়মিত। সম্প্রতি সংগীতশিল্পী সাফায়েত হোসেনের সঙ্গে দ্বৈত একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানের শিরোনাম ‘ভালো রাখার উপায়’।
রোমান্টিক গানটি লিখেছেন স্নেহাশিষ ঘোষ। মিলনের সুরে গানটির সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। সিডি চয়েজের ব্যানারে গানটির মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে গত ৫ মার্চ। মিউজিক ভিডিওতে ন্যান্সি ও সাফায়েতের গান গাওয়ার দৃশ্যধারণেই দেখানো হয়েছে। এরই মধ্যে মিউজিক ভিডিওটি ৮০ হাজারের বেশি দর্শক দেখেছেন। তাই বেশ উচ্ছ্বসিত সংগীতশিল্পী সাফায়েত হোসেন।
এনটিভি অনলাইনকে সাফায়েত হোসেন বলেন, ‘ন্যান্সি আপু দেশের জনপ্রিয় ও গুণী একজন সংগীতশিল্পী। তাঁর সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দেওয়ার অভিজ্ঞতা এবারই আমার প্রথম। পুরো গানটি ভালোভাবে শেষ করতে ন্যান্সি আপু আমাকে অনেক সহযোগিতা করেছেন। দর্শক-শ্রোতারাও গানটি ভালোভাবে নিয়েছেন বলে দারুণ লাগছে। আশা করছি, সামনে ন্যান্সি আপুর সঙ্গে আরো কিছু দ্বৈত গানে কণ্ঠ দেব। সবাই আমার জন্য দোয়া করবেন।’
‘ভালো রাখার উপায়’ গানটি সাফায়েত হোসেনের নতুন অ্যালবামে থাকবে বলে জানান তিনি।

নাইস নূর