আইপিএলে হৃতিক, শহীদ, আনুশকা
আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ক্রিকেটের চেয়েও গ্ল্যামারের গুরুত্ব বেশি, এ কথা বলাই যায়। এমন এক আসরের উদ্বোধনে তো বলিউডের তারকাদের থাকতেই হবে! সে হিসেবেই এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন হৃতিক রোশন, শহীদ কাপুর, আনুশকা শর্মা, ফারহান আখতারদের মতো তারকারা। এ ছাড়া এনডিটিভির খবরে জানা গেল, এই উদ্বোধনী অনুষ্ঠানের সংগীত আয়োজনে থাকছেন প্রীতম।
বিসিসিআইয়ের এক দাপ্তরিক ঘোষণায় জানা গেছে, এই তারকারা একসাথে স্টেজে এসে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বিশেষ পারফর্ম করবেন। আইপিএলের এই অষ্টম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করবেন বলিউডের আরেক তারকা সাইফ আলী খান। এ মাসের ৭ তারিখে কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামে হতে যাচ্ছে এই জমকালো অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অংশগ্রহণকারী আট দলের অধিনায়করা। বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক প্রতিযোগিতার সূচনার সংকেত দেবেন ট্রফিটি আবারও প্রতিযোগিতার ময়দানে রেখে। এর সাথে সাথেই ২০১৫ সালের আইপিএল আসর শুরু হয়ে যাবে।
দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। সনি ম্যাক্স এবং সনি সিক্স চ্যানেল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এ ছাড়া মোবাইল অ্যাপ হটস্টারের মাধ্যমে অনুষ্ঠানটির লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন সবাই।
উদ্বোধনী অনুষ্ঠানের পরদিন, অর্থাৎ ৮ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে আইপিএলের ব্যাট-বলের লড়াই।