এখনো ৫ রুপির কানের দুল পরেন বিদ্যা!
বলিউড অভিনেত্রীদের মধ্যে ঐতিহ্যবাহী এবং প্রথাগত পোশাক কিংবা সাজে বিদ্যা বালানের জুড়ি নেই। শাড়ি, টিপ, কানের দুল, গহনায় সহজাত ভারতীয় নারীর বেশে সব সময়েই সাবলীল বিদ্যা। তিনি ‘সিগনেচার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড’-এর ব্র্যান্ড অ্যামবাসেডরও বটে! ঐতিহ্যবাহী ভারতীয় গহনার বেশ ভক্ত তিনি। এমটিভি ইন্ডিয়ার খবরে জানা গেল, কম দামি অলংকার এখনো পরেন এই অভিনেত্রী।
নিজের সাজপোশাক নিয়ে কথা বলতে গিয়ে বিদ্যার কথা, ‘আমি ট্র্যাডিশনাল গহনা ভীষণ পছন্দ করি। এখনকার হুটহাট স্টাইলের চেয়ে এগুলো অনেক বেশি চমক দিতে পারে। অ্যাপেয়ারেন্সের জন্য আমি বরাবরই শাড়ির ভক্ত, আর সঙ্গে প্রায় সময়ই বেছে নিই ঝুমকা।’
কোন ধরনের বা কেমন দামের ঝুমকা পরেন তিনি? এই প্রশ্নের জবাবে বিদ্যা বলেন, ‘আমি তো এক সময় ছোট ছোট ঝুমকা পরতাম। ওগুলোর দাম ছিল পাঁচ রুপি। এখন তো ঈশ্বরের কৃপায় অনেক উন্নতি করেছি! তবে আমি এখনো সেই পুরনো ঝুমকাগুলো মাঝে মধ্যে পরি। যখন আমার খুব একটা সাজগোজ পোশাক নিয়ে সময় দেওয়ার থাকে না, তখন ওগুলো পরি।’
‘সিগনেচার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড’-এর একটি শোরুম উদ্বোধন করতে গিয়েই এসব কথা বলেন বিদ্যা।
২০১২ সালের হিট থ্রিলার ছবি ‘কাহানি’র সিকুয়্যেল ‘কাহানি ২’ দিয়ে আবারও ফিরবেন বিদ্যা। এরই মধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। প্রথম ছবিটিতে বিদ্যা ছাড়াও অভিনয় করেছিলেন ধৃতিমান চট্টোপাধ্যায়, নওয়াজউদ্দিন সিদ্দিকী, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত। ২০১২ সালের মার্চ মাসে মুক্তি পাওয়া এই ছবি বক্স অফিসে পেয়েছিল দুর্দান্ত সাফল্য।