এমি অ্যাওয়ার্ডে সেরা টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’
মার্কিন টেলিভিশন সিরিজ ও অনুষ্ঠানগুলোকে পুরস্কৃত করা হয় এমি অ্যাওয়ার্ডসের মাধ্যমে। টেলিভিশন-সংশ্লিষ্টদের জন্য এই পুরস্কারকে সম্মানজনক হিসেবে বিবেচনা করা হয়। গতকাল রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে বসেছিল ৬৮তম এমি অ্যাওয়ার্ডসের আসর। এবারের আসর উপস্থাপনা করেন মার্কিন লেখক ও অভিনেতা জিমি কিমেল। এ খবর জানিয়েছে বিবিসি।
৬৮তম এমি অ্যাওয়ার্ডসের সম্পূর্ণ তালিকা
১. আউটস্ট্যান্ডিং ড্রামা সিরিজ : গেম অব থ্রোনস
২. আউটস্ট্যান্ডিং কমেডি সিরিজ : ভিপ
৩. সেরা অভিনেত্রী (ড্রামা) : তাতিয়ানা মাসলেনি (অরফান ব্ল্যাক)
৪. সেরা অভিনেতা (ড্রামা) : রামি মালেক (মিস্টার রোবট)
৫. সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা) : ম্যাগি স্মিথ (ডাউনটন অ্যাবে)
৬. সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা) : বেন মেনডেলশন (ব্লাডলাইন)
৭. সেরা অভিনেত্রী (কমেডি) : জুলিয়া লুইস-ড্রেফুস (ভিপ)
৮. সেরা অভিনেতা (কমেডি) : জেফ্রি টামবোর (ট্রান্সপারেন্ট)
৯. সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি) : কেট ম্যাককিন্নো (স্যাটারডে নাইট লাইভ)
১০. সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি) : লুই অ্যান্ডারসন (বাস্কেটস)
১১. সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি) : সারাহ পলসন (দ্য পিপল ভি. ও. জে. সিম্পসন : আমেরিকান ক্রাইম স্টোরি)
১২. সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ/মুভি) : কোর্টনি বি. ভ্যান্স (দ্য পিপল ভি. ও. জে. সিম্পসন : আমেরিকান ক্রাইম স্টোরি)
১৩. সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি) : রেগিনা কিং (আমেরিকান ক্রাইম)
১৪. সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ/মুভি) : স্টার্লিং কে. ব্রাউন (দ্য পিপল ভি. ও. জে. সিম্পসন : আমেরিকান ক্রাইম স্টোরি)
১৫. আউটস্ট্যান্ডিং রাইটিং ফর আ ড্রামা সিরিজ : ডেভিড বেনিওফ, ডি. বি. ওয়েইস (গেম অব থ্রোনস)
১৬. আউটস্ট্যান্ডিং ডিরেক্টিং ফর আ ড্রামা সিরিজ : মিগুয়েল সাপোচনিক (গেম অব থ্রোনস)
১৭. আউটস্ট্যান্ডিং ডিরেক্টিং ফর আ কমেডি সিরিজ : জিল সোলোওয়ে (ট্রান্সপারেন্ট)
১৮. আউটস্ট্যান্ডিং ডিরেক্টিং ফর আ ভ্যারাইটি স্পেশাল : থমাস কেইল, অ্যালেক্স রুদজিনস্কি গ্রিজ (লাইভ)
১৯. আউটস্ট্যান্ডিং ডিরেক্টিং ফর ভ্যারাইটি সিরিজ : রায়ান ম্যাকফাউল (ইনসাইড অ্যামি সুমার)
২০. আউটস্ট্যান্ডিং রাইটিং ফর আ কমেডি সিরিজ : আজিজ আনসারি, অ্যালান ইয়াং (মাস্টার অব নান)
২১. আউটস্ট্যান্ডিং রাইটিং—ভ্যারাইটি সিরিজ : লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার
২২. আউটস্ট্যান্ডিং রিয়েলিটি কম্পিটিশন প্রোগ্রাম : দ্য ভয়েস
২৩. আউটস্ট্যান্ডিং লিমিটেড সিরিজ : দ্য পিপল ভি. ও. জে. সিম্পসন : আমেরিকান ক্রাইম স্টোরি
২৪. আউটস্ট্যান্ডিং টেলিভিশন মুভি : শার্লক : দ্য অ্যাবোমিনেবল ব্রাইড
২৫. আউটস্ট্যান্ডিং ভ্যারাইট স্কেচ সিরিজ : কে অ্যান্ড পিলে
২৬. আউটস্ট্যান্ডিং ভ্যারাইট টক সিরিজ : লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার