তানিশকের মডেল হচ্ছেন দীপিকা
প্রেম, ক্যারিয়ার, কর্মকাণ্ড- তিন ময়দানেই এখন দীপিকা দারুণ আলোচনায়। বলিউডি খবরের শিরোনামে প্রায়ই জুড়ে থাকছে তাঁর নাম। পণ্য প্রচারণায় তো এমন মানুষেরই দরকার। বক্স অফিস ক্যাপসুল জানাচ্ছে, জুয়েলারি ব্র্যান্ড তানিশক দীপিকাকে বেছে নিতে মোটেও দেরি করেনি। দিন কয়েক বাদেই তানিশকের অলংকারি সাজে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
বিশেষ একটি বিজ্ঞাপনী ক্যাম্পেইনের জন্যই দীপিকার সাথে এক হয়েছে ভারতের মেগা জুয়েলারি ব্র্যান্ড তানিশক। দীপিকাও যারপরনাই খুশি তানিশকের সাথে কাজ করতে পেরে। ‘এটা আমার জন্য দারুণ এক সম্মান! তানিশক ভারতে জনপ্রিয় আর সবার ভালোবাসার এক জুয়েলারি ব্র্যান্ড। তারা নতুনত্বে বিশ্বাস করে আর দুর্দান্ত ডিজাইনের মাধ্যমে দারুণ সব অলংকার তৈরি করে। এটাই তাদের মূল বক্তব্য। ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়ে তারা যেভাবে নজর রাখে তার কোনো তুলনা হয় না। তাদের মূলনীতি হলো ‘দারুণ নকশায় নিখুঁত আর সময়জয়ী অলংকার’- বক্তব্যের সাথে প্রচারণাও ভালোই মিলিয়েছেন দীপিকা! এরই মধ্যে এই বিশেষ ক্যাম্পেইনে দীপিকাকে কেমন দেখাবে, তার প্রথম ঝলক প্রকাশ করেছে তানিশক।
দীপিকা যোগ করেন, ‘তানিশকের সাথে আমার সম্পর্ক অনেক বছরের পুরোনো। যখন আমি বেঙ্গালুরুতে পরিবারের সাথে থাকতাম, তখন তানিশকের স্টোরে যেতাম সবার সাথে। তানিশকে নিয়মিত কেনাকাটা করা হতো বলে তাদের সাথে আমার সম্পর্কও দারুণ। এতদিন পর তাদের সাথে নতুন করে সম্পর্ক গড়ে ওঠায় আমার অনেক ভালো লাগছে।’ একই সাথে আগামী বেশ কয়েক বছর তানিশকের প্রচারণায় ভালোভাবে কাজ করার প্রত্যাশা জানান দীপিকা।