চিরঘুমের দেশে ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রের পিয়ারী বেগম

Looks like you've blocked notifications!
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম বাংলা সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর অভিনেত্রী পিয়ারী বেগম আর নেই। গতকাল দুপুরে উত্তরায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইলি রাজিউন)। 

পিয়ারী বেগমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর একমাত্র ছেলে রবিউল আমিন। মৃত্যুকালে মায়ের বয়স হয়েছিল ৮৬ বছর। অনেক দিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। 

আবদুল জব্বার খান পরিচালিত বাংলাদেশের প্রথম সবাক সিনেমা ‘মুখ ও মুখোশ’। ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তি পেয়েছিল সিনেমাটি। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেন ইনাম আহমেদ ও পূর্ণিমা সেনগুপ্ত। পরিচালক জব্বার খান ছাড়াও অভিনয় করেন জহরত আরা, রহিমা খাতুন, বিলকিস বারি।

পিয়ারী বেগমের স্বামী আমিনুল হকও অভিনেতা ছিলেন। ‘মুখ ও মুখোশ’ সিনেমায় তার বিপরীতেই অভিনয় করেছিলেন পিয়ারী। আমিনুল হক ২০১১ সালে মারা যান।

পিয়ারী বেগমের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।