দেশে আসছে ‘কিসি কা ভাই কিসি কি জান', ভারতে যাচ্ছে ‘কসাই’

Looks like you've blocked notifications!
ছবি : পিন্টারেস্ট

গেল মাসে দেশের প্রেক্ষাগৃহে মৃক্তি পায় শাহরুখ খান অভিনীত বলিউড সিনেমা ‘পাঠান’। চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দেয় সরকার। আর ১২ মে দেশের বেশ কয়েকটি সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। এরই ধারাবাহিকতায় এবার বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত 'কিসি কা ভাই কিসি কি জান' সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স সিনেমাটি আমদানি করার অনুমতি চেয়ে তথ্য মন্ত্রণালয়ে এ একটি আবেদনপত্র জমা দিয়েছিল। পরে গতকাল বুধবার সিনেমাটি বাংলাদেশে আসার অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়।

এ ব্যাপারে আমদানিকারক প্রতিষ্ঠান গণমাধ্যমকে জানিয়েছে, ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি বাংলাদেশে আমদানির বিপরীতে বাংলাদেশ থেকে অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ সিনেমা ভারতে যাবে।

ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খান ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং। এছাড়া এতে ক্যামিও রোলে দেখা যাবে আরআরআর তারকা রামচরণকে।

অন্যদিকে ‘কসাই’ সিনেমায় কাজ করেছেন চিত্রনায়ক নিরব হোসাইন, নবাগত প্রিয়মনি, রাশেদ মামুন অপু, নওশাবা আহমেদ, এলিনা শাম্মি, সায়েম সামাদ, তানজিলা হকসহ আরও অনেকে।