১৩ জুলাই রাশিয়ায় মুক্তি পাবে শাহরুখ খানের 'পাঠান'

Looks like you've blocked notifications!
ছবি : এনটিভি

সুপারস্টার শাহরুখ খানের ব্লকবাস্টার স্পাই মুভি ‘পাঠান’ রাশিয়া এবং স্বাধীন রাষ্ট্র সমুহের কমনওয়েলথ (সিআইএস) জুড়ে তিন হাজারেরও বেশি সিনেমা হলে প্রদর্শিত হবে। এ সিনেমা গ্লোবাল বক্স অফিসে এক হাজার কোটি রুপি আয় করে। 

ভারতের সবচেয়ে বড় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এসব তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়েছে,"@yrf- এর ঐতিহাসিক ব্লকবাস্টার #পাঠান সিনেমাটি আরেকটি রেকর্ড সৃষ্টি করেছে। রাশিয়া এবং সিআইএস জুড়ে ডাব করা সংস্করণে ভারতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে সিনেমাটি সর্বাধিক মুক্তি পেয়েছে! এটি ১৩ জুলাই এ অঞ্চলের তিন হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সিআইএস দেশগুলোর মধ্যে আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, জর্জিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান এবং উজবেকিস্তান রয়েছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে জন আব্রাহাম এবং দীপিকা পাডুকোন অভিনয় করেছেন। এটি ২৫ জানুয়ারি ভারতীয় প্রেক্ষাগৃহে হিট হয়।