বাইক দুর্ঘটনা, বিমানে করে হাসপাতালে নিয়েও বাঁচানো গেলো না অভিনেতাকে

Looks like you've blocked notifications!
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেতা ট্রিট উইলিয়ামস। ছবি : হলিউড রিপোর্টার

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মিউজিক্যাল হেয়ার এবং দর্শকপ্রিয় টিভি সিরিজ এভারউডে অভিনয় করা যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেতা ট্রিট উইলিয়ামস (৭১)।

সোমবার (১২ জুন) রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, সোমবার ট্রিট উইলিয়ামস একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পরে একটি এসইউভি (গাড়ি) মোড় নিতে গিয়ে ধাক্কা লাগে। এতে রাস্তায় ছিটকে পড়েন অভিনেতা। গুরুতর অবস্থায় তাকে বিমানে করে হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

অভিনেতা প্রায় দীর্ঘ ৫০ বছরের ক্যারিয়ারে ১৩০টির বেশি প্রজেক্টে কাজ করেছেন। তিনি প্রথম ১৯৭৯ সালের দুটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত হন। একটি হলো- ‘মিউজিক্যাল হেয়ার’ ও ‘স্টিভেন স্পিলবার্গের 1941’। তবে তিনি দর্শকমহলে পরিচিত ‘হেয়ার’, ‘১৯৪১’, ‘দ্য ঈগল হ্যাজ ল্যান্ডেড’, ‘প্রিন্স অব দ্য সিটি’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন আমেরিকা’, ‘দ্য লাস্ট শিফট’ ও ‘১২৭ হাওয়ারস’ ছবির জন্য।

১৯৫১ সালের ১ ডিসেম্বর কানেকটিকাটের রোওয়েটনে জন্মগ্রহণ করেন উইলিয়ামস ট্রিট। স্নাতক শেষে নিউইয়র্কে চলে যান তিনি । সেখানে গিয়ে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন।

তিনি ১৯৯৬ সালের টিভি মুভি ‘দ্য লেট শিফট’-এ তাঁর কাজের জন্য একটি এমি পুরস্কারের জন্য মনোনীত হন এবং ১৯৮০-এর দশকে তিনটি গোল্ডেন গ্লোব মনোনয়ন পান এই অভিনেতা।