প্রবাসীদেরকে স্যালুট জানালেন বুবলী

Looks like you've blocked notifications!
ছবি : বুবলীর ফেসবুক থেকে নেওয়া

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন এই অভিনেত্রী। নিজের ভালোমন্দ সব কিছুই ভক্তদের সঙ্গে শেয়ার করেন। ঈদে প্রবাসী ভাই-বোনদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন বুবলী।

বুধবার (২৮ জুন) ঈদের আগের রাতে ফেসবুক লাইভে আসেন বুবলী। এ সময় ভক্তদের বিভিন্ন মন্তব্যের জবাব দেন, তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা আদান প্রদান করেন। 

প্রবাসীদের ত্যাগের জন্য তাদেরকে স্যালুট জানিয়ে বুবলী বলেন, প্রবাসে আমাদের অনেক বড় বোন ও ভাইয়েরা কাজ করেন। আমার পক্ষ থেকে তাদেরকে স্যালুট জানাই। কারণ, নিজের পরিবারকে রেখে অনেক ত্যাগ স্বীকার করে প্রবাসে এতো কষ্ট করছেন, শ্রম দিয়ে দেশের কাজ করছেন। অনেক ত্যাগ তিতীক্ষা করে কাজ করছেন। এমনকি নিজের পরিবারের সঙ্গে ঈদও করতে পারছেন না। এজন্য আপনাদের প্রতি আলাদা করে সালাম ও অনেক অনেক শ্রদ্ধা। 

অভিনেত্রী আরও বলেন, আপনারা প্রবাসে থেকে কাজ করছেন। আপনাদের এই ত্যাগের কারণে আমরা আমাদের দেশকে অনেকভাবে সমৃদ্ধি করতে পারি। সেখান থেকে আপনারা এতো ভালোবাসা জানাচ্ছেন এবং এই বিনোদনের মাধ্যমের সঙ্গে আপনারা যুক্ত থাকেন। এজন্য অনেক  ধন্যবাদ জানাই। 

বুবলী আরও বলেন, আপনাদের শুধু ধন্যবাদ দিলেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা শেষ হবে না। তবে অবশ্যই প্রবাসী ভাই-বোনদের প্রতি আমার অন্য রকম সফট কর্নার কাজ করে। কারণ আপনারা অনেক কষ্ট করেন। বিশেষ করে নিজের পরিবার থেকে অনেক দূরে থেকে কাজ করাটা অনেক কষ্টের। তাই আপনারা সবসময় ভালো থাকবেন। যদিও একা একা ঈদ করা অনেক কষ্টের, তবুও ঈদের আনন্দে মাতুন। আপনাদের কষ্টের ফলটা যেন অনেক ভালো হয়, সেই শুভকামনা।’

এই ঈদে বুবলী অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। একটি চয়নিকা চোধুরী নির্মিত ‘প্রহেলিকা’। অন্যটি সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’। প্রহেলিকা সিনেমায় তার সঙ্গে রয়েছেন মাহফুজ আহমেদ। আর ক্যাসিনো সিনেমায় তার নায়ক নিরব।

এই ছবি দুটি দেখার জন্য দর্শককে আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। আরও অনেক সিনেমা আসছে। তাই প্রত্যেকটি সিনেমা দেখার আহ্বান জানান বুবলী। সেই সঙ্গে কোরবানিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শও দিয়েছেন তিনি।