আমার সিনেমা বাদে কারো সিনেমা চলে না, তারা টেনশনে : কাকে ইঙ্গিত করলেন রাফি?

Looks like you've blocked notifications!
পরিচালক রায়হান রাফি। ছবি : ফেসবুক থেকে নেওয়া

‘‘তারা যখন দেখছে রায়হান রাফির সিনেমা ‘সুরঙ্গ’ সুপার ডুপার হিট হয়ে যাচ্ছে। তখন তারা টেনশনে পড়ে গেছে এবার তো আমার চেয়ারটা শেষ...।’’ সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ‘সুড়ঙ্গ’ সিনেমার পরিচালক রায়হান রাফি।

রায়হান রাফি বলেন, ‘তারা চায় এই ইন্ডাস্ট্রিতে এমন কেউ না দাঁড়াক, যাদের সিনেমা হিট করে। আমরা সারাজীবন কী চাই, সিনেমা ইন্ডাস্ট্রির জয়জয়কারের গল্প বলতে চাই। আমরা কেন আপনাদের বলব যে, সিনেমা ইন্ডাস্ট্রি নাই, সিনেমা ইন্ডাস্ট্রি মরে গেছে, আমরা খাইতে পারতেছি না, প্রধানমন্ত্রীর কাছে ভিক্ষা চাবো; কেন?’

সিনেমার সফলতার কথা বলতে গিয়ে রাফি বলেন, ‘আমাদের দেশে যথেষ্ট মেধাবী পরিচালক আছেন, অভিনেতা আছে, আমাদের ব্যবসা করার জায়গা আছে। আমাদের অডিয়েন্স সিনেমা দেখে, বৃষ্টির মধ্যে পানি উঠে গেছে হাঁটু পর্যন্ত সিট কিন্তু একটাও খালি যায়নি। আপনারা কেউ দেখাইতে পারবেন না সিট খালি গেছে। ’

ইঙ্গিত করে রাফি বলেন, ‘তার মানে কি আমাদের অডিয়েন্সের কোনো দোষ নাই, একটা পক্ষ আছে, তারা চায় এই জিনিসটা বিরাজমান রাখতে যে, আমাদের সিনেমা বাদে কারো সিনেমা চলে না। তারাই যখন দেখছে রায়হান রাফির সিনেমা সুপার ডুপার হিট হয়ে যাচ্ছে। তখন তারা টেনশনে পড়ে গেছে এবার তো আমার চেয়ারটা শেষ।’

ব্র্যান্ডিং করে তারা নিজেকে ছোট করছে জানিয়ে এই নির্মাতা বলেন, ‘এই ব্র্যান্ডিংটা সারাজীবন চলে, আমার সিনেমা বাদে কারো সিনেমা চলবে না। এটা ইন্ডাস্ট্রির নিয়ম। এই নিয়মটা ভেঙে দিতে হবে। এইজন্য তারা কী করছে, ডিরেক্টলি না করতে পেরে বিভিন্ন মাধ্যমে করছে। আমি তাদেরকে অনুরোধ করবো এটা করে আপনারা নিজেদেরকে ছোট করছেন।’

ঈদুল আজহা উপলক্ষে চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা দেশের ১০৭ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অন্যদিকে, আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি মুক্তি পেয়েছে দেশের ২৮ হলে।