ছেলেকে চুমু খেতে ইচ্ছা করছে রাজের, রাজ্য ভালো আছে জানালেন পরী

Looks like you've blocked notifications!
স্বামী রাজের ও সন্তানের সঙ্গে জন্মদিনের আয়োজনে পরী। ছবি : সংগৃহীত

ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে তারকা দম্পতি চিত্রনায়িকা পরী মণি ও চিত্রনায়ক শরিফুল রাজ। ছেলে শামীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে বেশ কয়েকদিন যাবৎ চিন্তিত ছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরী মণি। কারণ ১১ মাসের খুদে রাজ্য অসুস্থ হয়ে পড়েছিল। তখন তাকে নিয়ে হাসপাতালেও ছুটতে হয়েছিল তাকে। একা হাতে ছেলেকে সামলাতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বর্তমানে রাজ্য সুস্থ রয়েছে বলে জানান এই অভিনেত্রী।

মঙ্গলবার (১৮ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরী মণি লিখলেন, ‘আমার পদ্মফুল আজ ভালো আছে। সুস্থ হয়ে উঠেছে বেশ। কতো দিন পর আজ আম্বার সাথে সে একটু দুষ্টু দুষ্টু খেলেছে। শুকরিয়া।’

এদিকে, পরী মণি থেকে আলাদা থাকছেন অভিনেতা শরিফুল রাজ। এজন্য সন্তান রাজ্যকে কাছে পাচ্ছেন না তিনি। তবে এই দূরত্ব ছেলের থেকে মানসিকভাবে পৃথক করতে পারেনি তাকে। এমনটি বোঝা গেল সামাজিক পাতায় রাজের দেওয়া একটি পোস্টে।

বুধবার (১৯ জুলাই) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রাজ্যের একটি ভিডিও পোস্ট করেছেন রাজ ক্যাপশনে লিখেছেন, ‘খোকা! নিস্তব্ধতায় তোমার শ্বাস আমার অনেক প্রিয়। তোমাকে চুমু খেতে খুব ইচ্ছা করছে, তোমার স্পর্শ আর ঘ্রাণ চোখটা বন্ধ করলেই মগজে টের পাই। বাবা তোমাকে অনেক মিস করছে। আম্বা কে একশ কোটি চুমু দিও।’

দেশের বাইরে থাকায় রাজকে দেখা যায়নি অসুস্থ সন্তানের পাশে। এতে নেটিজেনদের তোপের মুখেও পড়েছিলেন তিনি। অনেকে রাজকে বিভিন্নভাবে তিরস্কার করেন। অনেকে আবার বাবা-মা হিসেবে এই দম্পত্তির ভূমিকার পার্থক্যের কথা উল্লেখ করে কটাক্ষও করেন। তার একদিন পরই মধ্যরাতে সন্তানকে মিস করছেন বলে জানালেন রাজ।

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপ গত ২৯ মে দিবাগত রাত দেড়টার দিকে আপলোড করা হয় চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে। যদিও কিছুক্ষণ পরই সেগুলো মুছে দেওয়া হয়। আর ওই ভিডিওর সূত্র ধরেই এই তারকা দম্পত্তির সংসারে আলাদা থাকার খবর প্রকাশ্যে আসে।