কাস্টিংয়ে চমক, ৩ তুখোড় অভিনেতা রাজের ‘ওমর’ সিনেমায়
এমনটা সচরাচর দেখা যায় না, কাস্টিংয়ে চমক দেখালেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নতুন ‘ওমর’ সিনেমায় যুক্ত করেছেন তুখোড় তিন অভিনেতাকে; তাঁরা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসির উদ্দিন খান।
রাজের ভাষ্য, ‘সিনেমায় কেরামতি দেখাবেন এই তিন জনপ্রিয় ও শক্তিশালী অভিনেতা। তারা আমার পরিচালনায় একসঙ্গে অভিনয় করবেন, এজন্য ফিলিং হ্যাপি! আমাদের জন্য দোয়া করবেন সবাই। বাংলা সিনেমার জয় অব্যাহত থাকুক।’
তবে নায়ক-নায়িকার চরিত্রে কে আছেন, তা জানতে করতে হবে আরেকটু অপেক্ষা করতে হবে জানালেন রাজ। আসছে সেপ্টেম্বরেই ‘ওমর’ এর শুটিং শুরু হবে।
এর আগে রাজ জানিয়েছেন, তিনি ছবিটি নিয়ে দুই বছর ধরে কাজ করছেন। সব কিছু পরিকল্পনামাফিক হলে চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে এই নির্মাতার।
‘ওমর’ নির্মিত হচ্ছে খোরশেদ আলমের প্রযোজনায় মাস্টার কমিউনিকেশনস-এর ব্যানারে। সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে সিনেমাটোগ্রাফিতে থাকছেন রাজু রাজ। আর সংগীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন নাভেদ পারভেজ ও স্যাভি।