এনটিভিতে নাটক ‘ড্রাইভার’

Looks like you've blocked notifications!
নাকটির একটি দৃশ্য। ছবি : এনটিভি অনলাইন 

জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হয়েছে একক নাটক ‘ড্রাইভার’। নাটকটি আগামী শুক্রবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

রশিদুর রহমানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে নাটকটি পরিচালনা করেছেন আতিকুর রহমান। এতে অভিনয় করেছেন শাহেদ শাহরিয়ার, রাইসা চৌধুরী, মাসুম বাশার, শফিক খান দিলু, ফরহাদ মিলন, শারমিন সুলতানা শর্মী  প্রমূখ।

নাটকের গল্প এমন— নাটকটির চরিত্রের নাম আজমত সাহেব একটি কোম্পানির বড় কর্মকর্তা। উনার নিরাপত্তার কথা চিন্তা করে কোম্পানির মালিক মি. এস কে খান উনাকে একটি গাড়ি গিফট করেন। একইসঙ্গে একজন দক্ষ ড্রাইভার দেন। আজমত সাহেব এগুলো নিতে অস্বিকৃতি জানালেও কোম্পানির মালিক নিরাপত্তার স্বার্থে উনাকে নিতে বাধ্য করেন। আর আজমত সাহেব ড্রাইভার হিসেবে পেয়ে যান আব্দুল আজিজ মোহাম্মদ শিকদার আলী কদু মিয়া। তাঁর ডাক নাম কদু মিয়া। নামটি শুনে সবাই হতভম্ব। কারণ এই নামের মধ্যে রয়েছে বিশেষ এক কারণ। আর এই নাটকের বাকী অংশটুকু দেখতে চোখ রাখুন এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে।