‘ওএমজি-২’ বনাম ‘গদর-২’

Looks like you've blocked notifications!
ছবি- পিন্টারেস্ট

১১ আগস্ট ভারতে ‘ওএমজি-২’ এবং ‘গদর-২’ সিনেমা দুইটি মুক্তি পেয়েছে। এ নিয়ে অভিনেতা অক্ষয় কুমার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। তাঁর মতে, "চলচ্চিত্রের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সপ্তাহ" এটি। তিনি দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন।

বক্স অফিস জুড়ে ‘ওএমজি-২’ এবং ‘গদর-২’ সিনেমা নিয়ে চলছে নানা তোলপাড়। দুইটি সিনেমাই ভারতের স্বাধীনতা দিবসে উপলক্ষ্যে মুক্তি পেয়েছে। ইতিমধ্যে, ‘গদর-২’ সিনেমাটি প্রায় ২৫০ কোটি রূপির মাইলফলক অতিক্রম করতে সক্ষম হয়েছে। ধারণা করা যাচ্ছে, সিনেমাটি শীঘ্রই ৩০০ কোটি রূপির মাইলফলক অতিক্রম করবে। অন্যদিকে, অক্ষয় কুমার এবং পঙ্কজ ত্রিপাঠি অভিনীত ‘ওএমজি-২’ সিনেমার সংগ্রহের পরিমাণ প্রায় ৮০ কোটি রূপি। এই সপ্তাহে ১০০ কোটি রূপির মাইলফলক অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

অনিল শর্মা পরিচালিত ‘গদর’ সিনেমাটি ২০০১ সালে মুক্তি পেয়েছিল। এ সময় সানি দেওয়াল-আমিশা প্যাটেলের জুড়ি দর্শকদের মন কেড়েছিল। প্রায় ২২ বছর পর ‘গদর-২’ মুক্তি পেল।  অন্যদিকে, অক্ষয় কুমার অভিনীত ‘ওএমজি’ ২০১২ সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটি দর্শকদের মাঝে বেশ ভাল সাড়া ফেলেছিল।

সূত্র- হিন্দুস্তান টাইমস