লুৎফর-সোলায়মানের নতুন গান ‘আমরা যারা দেখতে কালো’

Looks like you've blocked notifications!
লুৎফর ও সোলায়মান। ছবি : ফেসবুক থেকে নেওয়া

‘ঘুড়ি’ খ্যাত কণ্ঠশিল্পী লুৎফর হাসান তার নতুন গান নিয়ে আসছেন। এ গানে তিনি শিল্পী শেখ সোলায়মানকে নিয়ে গাইলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা গান বাজনা পছন্দ করেন তাদের কাছে সোলায়মান বেশ পরিচিত নাম।

যিনি গ্রামের পথে-প্রান্তরে কিংবা নদীর পাড়ে বাঁশি বাজিয়ে রীতিমত ভাইরাল! কোনো ভারী বাদ্যবাজনা ছাড়া খালি কণ্ঠে গান গেয়ে সোলায়মান অনেকেরই নজর কেড়েছেন। সেই সুবাদে দেশের বিভিন্ন অনুষ্ঠানে তাকে গাইতে দেখা গেছে। আমন্ত্রণ এসেছে বহির্বিশ্ব থেকেও।

সোলায়মান এবং লুৎফর হাসানের গ্রামেরই সন্তান। একই গ্রামে গানের দুই মানুষ এবার এক গানে নতুন যাত্রা শুরু করছেন। ‘আমরা যারা দেখতে কালো’ শিরোনামে গানটি লিখেছেন ও সুর করেছেন লুৎফর হাসান। তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন সোলায়মান।

শান সায়েকের সংগীতে এর মধ্যেই গানের ভিডিওতে অংশ নিতে দুইজন মিলিত হয়েছিলেন নিজ গ্রামে। গ্রামের অপূর্ব লোকেশনে গানের চিত্রায়ণের কাজ সম্পন্ন। আকরামুল ইসলাম রাসেলের পরিচালনায় নির্মিত এই ভিডিওতে অভিনয় করেছেন রত্না সরকার।

গানটি নিয়ে শেখ সোলায়মান বলেন, লুৎফর ভাইকে আমরা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি। একসময় তার সাথে কাজ করার স্বপ্ন দেখতাম। তিনি না চাইলে এই কাজ সম্ভব হতো না। আমি খুব ভাগ্যবান, ভাই আমাকে তার কথা ও সুরে গান করিয়েছেন।

লুৎফর হাসান বলেন, বাংলা সংস্কৃতি নিয়ে কাজ করা মানুষদের মধ্যে সোলায়মান অন্যতম। তাকে অনেকেই পছন্দ করেন। আমি অনেক শিল্পীর সঙ্গে গান করেছি এবং এখনও করছি। সোলায়মানের প্রথম গান আমাকেই তো করতে হবে। ভালোবাসার পাশাপাশি এটা দায়িত্বের মধ্যেও পড়ে।

জানা যায়, চলতি মাসের শেষে ‘আমরা যারা দেখতে কালো’ গানটি লুৎফর হাসানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।