‘প্রিয়তমা’র সফলতায় পরিচালককে ২৬ লাখ টাকা গাড়ি উপহার দিলেন প্রযোজক

Looks like you've blocked notifications!
পরিচালককে গাড়ি উপহার দিলেন প্রযোজক। ছবি : ফেসবুক থেকে নেওয়া

ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমায় সফলতায় নির্মাতা হিলেম আশরাফকে ব্র্যান্ড নিউ গাড়ি উপহার দিয়েছেন প্রযোজন আরশাদ আদনান। খবরটি পরিচালক নিজেই জানিয়েছেন অন্তর্জালে।  

জানা গেছে, হিমেল আশরাফকে ‘এক্সিও ২০২০’ মডেলের একটি সাদা গাড়ি উপহার দিয়েছেন প্রযোজক আরশাদ আদনান। গাড়িটির মূল্য ২৬ লাখ টাকা। 

হিমেল আশরাফ জানিয়েছেন, সোমবার রাতে উপহারটি পেয়েছেন। প্রযোজক আদনান ভাই আমার জন্য ব্লেসিং। তিনি আমার প্রথম ছবিও প্রযোজনা করেছিলেন। দ্বিতীয় ছবি ‘প্রিয়তমা’ তিনি শাকিব ভাই এবং আমার উপর আস্থা রেখে করেছেন। যেখানে অনেক পরিচালক সিনেমা করে কোনো নিজের পাওনা সম্মানিই পাননা, সেখানে এমন প্রাপ্তিতো সন্দেহাতীতভাবে বিরাট প্রাপ্তির। আদনান ভাই সবসময় তরুণ পরিচালকদের প্রতি বিশ্বাসী। তার মতো প্রযোজক বাংলা ইন্ডাস্ট্রিতে দরকার।

ঈদে ১০০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমাটি। এখনো দেশের ৩৬ টি প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ চলছে।

এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। আরও আছেন কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, কাজী উজ্জ্বল, এলিনা শাম্মী, ডন, শহীদ উন নবীসহ আরও অনেকে।