একুশে পদকজয়ী নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ আর নেই

Looks like you've blocked notifications!
একুশে পদকজয়ী গুণী নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ। ফাইল ছবি

একুশে পদকজয়ী গুণী নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টায় ধানমণ্ডির নিজ বাসায় তিনি মারা যান।

অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম এই তথ্য নিশ্চিত করে জানান, জিনাত বরকতুল্লাহ দীর্ঘদিন ধরে মস্তিষ্কে রক্তক্ষরণ ও ফুসফুসে সংক্রমণে আক্রান্ত ছিলেন। চলতি বছরের মার্চে তাঁকে আইসিইউতেও রাখা হয়েছিল। একবার তাঁকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল। স্বাধীন বাংলাদেশে নৃত্যচর্চায় যে কয়জন অগ্রগণ্য ভূমিকা রেখেছেন, তাদেরই একজন জিনাত বরকতুল্লাহ। সত্তরের দশকের শুরুতেই তার নৃত্যচর্চার সূচনা। প্রথম দিকে তিনি শাস্ত্রীয় নৃত্যের তিনটি ধারা ভারতনাট্যম, কত্থক ও মণিপুরী নৃত্যে শিক্ষা লাভ করেন। তবে পরবর্তী সময়ে জিনাত লোকনৃত্যেই নিজেকে অধিকতর মেলে ধরেন।

জিনাত বরকতুল্লাহ অভিনয়ে পথচলা শুরু ১৯৮০ সালে ‘মারিয়া আমার মারিয়া’ নাটকের মাধ্যমে। এটি বিটিভিতে প্রচার হয়েছিল। পরবর্তীতে ‘ঘরে বাইরে’, ‘কথা বলা ময়না’, ‘অস্থায়ী নিবাস’, ‘বড় বাড়ি’সহ অন্তত ৮০টি নাটকে তিনি অভিনয় করেছেন বলে জানা যায়।

দেশে নৃত্যচর্চায় অসামান্য ভূমিকা রাখায় ২০২২ সালে একুশে পদকে ভূষিত হন জিনাত বরকতুল্লাহ। এ ছাড়া শিল্পকলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো পুরস্কারসহ বহু সম্মাননা লাভ করেছেন গুণী এই শিল্পী। তিনি নাট্যকার প্রয়াত মোহাম্মদ বরকতুল্লাহর স্ত্রী। তাঁর মেয়ে জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী বিজরী বরকতুল্লাহ।