দ্বিতীয় বার বাবা হতে চলেছেন জিৎ

Looks like you've blocked notifications!
ছবি : জিতের ইন্সটাগ্রাম পেজ থেকে নেওয়া

দ্বিতীয় বার বাবা হতে চলেছেন টলিউডের জনপ্রিয় চিত্রনায়ক জিৎ। মা হচ্ছেন মোহনা মদনানি। সামাজিকমাধ্যমে পরিবারের নতুন অতিথি আসার সুখবর জানালেন এই নায়ক। 

গতকাল বুধবার সামাজিকমাধ্যম ইন্সটাগ্রাম পেজে ছবি পোস্ট করে জিৎ লিখেছেন, ‘খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, পরিবারের সদস্য বাড়তে চলেছে। আসতে চলেছে আমাদের দ্বিতীয় সন্তান। সকলের আশীর্বাদ কাম্য।’

এই পোস্ট দেখা মাত্রই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তোলেন ভক্তরা! ইনস্টাগ্রামে ও ফেসবুকে স্ত্রী মোহনার বেবি বাম্পের ছবি শেয়ার করেন জিৎ। সঙ্গে রয়েছেন তাঁদের মেয়ে। দ্বিতীয় সন্তানের খুশিতে ফটোশুট করেছেন মোহনা ও জিৎ।

২০১১ সালের ফেব্রুয়ারিতে স্কুল শিক্ষিকা মোহনাকে বিয়ে করেন জিৎ। ২০১২ সালের ১২ ডিসেম্বর জিৎ-মোহনার ঘর আলো করে জন্ম নেয় কন্যা। মেয়ে হওয়ার ১১ বছর পর নতুন সদস্য আসতে চলেছে।