মারা গেলেন সাবেক মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা

Looks like you've blocked notifications!
ছবি : ফেসবুক থেকে নেওয়া

২৬ বছরে পরপারে চলে গেলেন সাবেক মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা দে আর্মাস। ২০১৫ সালে সুন্দরী প্রতিযোগিতার বিশ্বমঞ্চে উরুগুয়ের প্রতিনিধিত্বকারী ছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে এমন খবর প্রকাশ করা হয়েছে। নিউইয়র্ক পোস্টের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জরায়ুমুখের ক্যান্সারের সঙ্গে যুদ্ধের পর শুক্রবার (১৩ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দীর্ঘ দুই বছর ধরে জরায়ু ক্যানসারে ভুগছিলেন শেরিকা। সম্প্রতি তাঁকে ক্যামোথেরাপি ও রেডিওথেরাপি দিতে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু শেষমেশ এই সুন্দরীকে আর বাঁচানো যায়নি। 

১৯ হাজার ফুট ওপরে মডেলিং, গিনেস রেকর্ডে বাংলাদেশের তোরসা ১৯ হাজার ফুট ওপরে মডেলিং, গিনেস রেকর্ডে বাংলাদেশের তোরসা মেয়ের জন্মদিনে নায়িকা বললেন, ১৫ বছর আগে বিয়ে করেছি । মেয়ের জন্মদিনে নায়িকা বললেন, ১৫ বছর আগে বিয়ে করেছি শেরিকার অকাল মৃত্যুতে উরুগুয়ের শোবিজ অঙ্গনে বিরাজ করছে শোকের ছায়া। 

তাঁকে নিয়ে মিস উরুগুয়ে মুকুটজয়ী লোলা দে লস সান্তোস বলনে, ‌‘আমি সারা জীবন আপনাকে মনে রাখব। তা শুধু এই জন্য নয় যে আপনি আমাকে সাহস জুগিয়েছেন কিংবা আমার বিকাশে সহায়তা করেছেন; তার চেয়ে বরং আমি আপনার স্নেহ এবং বন্ধুত্বপূর্ণ সান্নিধ্যের জন্যই বেশি মনে রাখব।’

২০১৫ সালে চীনে আয়োজিত মিস ওয়ার্ল্ড আসরে সেরা ৩০’র মধ্যে ছিলেন না শেরিকা দে আর্মাস। তবে রেকর্ড গড়েছিলেন ওই আসরে কনিষ্ঠদের একজন হয়ে। কারণ, ১৮ বছর বয়সে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া সুন্দরী ছিলেন মাত্র ছয়জন, তাঁদের একজন ছিলেন তিনি।