অগ্রিম টিকেট বিক্রিতে রেকর্ড জয়া অভিনীত ‘দশম অবতার’

Looks like you've blocked notifications!
ছবি : জয়া আহসানের ফেসবুক পেজ থেকে নেওয়া

ফের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে জয়া আহসানের ‘দশম অবতার’। সিনেমাটি তৈরি করেছেন নির্মাতা সৃজিত মুখার্জি। আর এতে জয়ার সঙ্গে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য ও যিশু সেনগুপ্তের মতো তারকা। ফলে এবারের দুর্গাপূজায় সবচেয়ে আকাঙ্ক্ষিত সিনেমা এটি।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ‘দশম অবতার’। এর আগে গত মঙ্গলবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার। এরপর থেকেই সিনেমাটির ইতিবাচক রিভিউ আসা শুরু হয়েছে।

মুক্তির আগে অগ্রিম টিকিট বিক্রিতে রীতিমতো রেকর্ড গড়েছে ‘দশম অবতার’। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ-এর তথ্য অনুযায়ী, মুক্তির আগে সিনেমাটির ৩০ হাজারের বেশি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে, যা টলিউডের ক্ষেত্রে সর্বোচ্চ।

রিভিউ প্রতিক্রিয়ায় হিন্দুস্তান টাইমস লিখেছে, ‘‘যদি জয়া আহসানের কথায় আসি, তাহলে বলব ‘সিরিয়াল কিলার’-পুলিশের রক্তের গন্ধ মেশা এই খেলায় ‘পেলব’ (কোমল) সুর হয়ে ধরা দিয়েছেন জয়া।”

হিন্দুস্তান টাইমস বাংলার লেখায়ও জয়ার ব্যাপারে প্রশংসা ফুটে উঠেছে। এই প্রতিক্রিয়ায় জয়ার প্রসঙ্গে বলা হয়েছে, ‘জয়ার অভিনয় দশম অবতারের উপর বিশ্বাস দৃঢ় করে।’

আনন্দবাজার পত্রিকায় জয়ার সম্পর্কে বলা হয়েছে, ‘সিনেমার অভিনেত্রী জয়া আহসান, যিনি একমাত্র নারী চরিত্র। তার কাজটা বোধ হয় সবচেয়ে কঠিন ছিল। প্রবীর (প্রসেনজিৎ) আর পোদ্দারের (অনির্বাণ) যুগলবন্দি দেখতেই ব্যস্ত দর্শক। তাদের সংলাপে একের পর এক বাউন্ডারি। এতসব বাউন্ডারির মাঝে দর্শকদের মনে কিছু জায়গা করে নিতে হয়েছে জয়াকে। এবং তিনি সেটা দিব্যি পেরেছেন। এক ইঞ্চিও নিজের জমি ছাড়েননি। দর্শক হল থেকে বেরিয়ে যাতে তাকে মনে রাখেন, তা তিনি নিশ্চিত করেছেন তার অভিনয়গুণ দিয়ে।’

এই সময় থেকে যদিও রেটিং সন্তোষজনক নয়; ৫-এর মধ্যে মোটে ২.৫। তবে সামগ্রিকভাবে সিনেমাটির ইতিবাচক দিকগুলোকে ফোকাস করেছে গণমাধ্যমটি। এই প্রতিক্রিয়ায় জয়ার প্রসঙ্গে বলা হয়েছে, ‘জয়ার অভিনয় দশম অবতারের উপর বিশ্বাস দৃঢ় করে।’

এ ছাড়া সোশ্যাল মিডিয়ায় দর্শক ও টলিউড অঙ্গনের অনেকেই ‘দশম অবতার’ সিনেমাটির প্রশংসা করছেন।