বাবা-মাকে ছাড়া মিমের প্রথম পূজা

Looks like you've blocked notifications!
ছবি : বিদ্যা সিনহা মিমের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে।

পূজা মানেই উৎসব, কেনাকাটা, খাওয়া-দাওয়া, প্রিয়জনের সঙ্গে ঘোরাঘুরি—সব মিলিয়ে পাঁচ দিনের বাঁধভাঙা উচ্ছ্বাস। বছর ঘুরে আবার এসেছে দুর্গাপূজা। 

তবে নায়িকা বিদ্যা সিনহা মিমের এবারের পূজাটা অন্যরকম। কারণ জন্মের পর থেকে বাবা-মায়ের সঙ্গে পূজার দিনগুলো কেটেছে মিমের। তবে এবারই প্রথম বাবা-মাকে ছাড়া পূজার ছুটি কাটাবেন। স্বামী সনি পোদ্দারের পরিবারের সঙ্গে শ্বশুবাড়িতেই পূজা উদযাপন করবেন তিনি।  

মিমের ভাষ্য, ‘সব সময় মা-বাবার সঙ্গে পূজার ছুটি কাটিয়েছি। পূজায় আনন্দ করেছি, কিন্তু এবার তারা কাছে নেই। ভীষণ মিস করব তাদের। মা-বাবা কানাডায় আছেন। কয়েক মাস সেখানে থাকবেন। সে জন্যই আপাতত কাছে পাচ্ছি না। অন্য সময়ের চেয়ে পূজার সময়ে বেশি মনে পড়বে তাদের কথা।’

মিম বলছেন, ‘ছোটবেলার পূজার আনন্দ আর হবে না। জীবনে একবারই আসে। ছোটবেলায় শারদীয় দুর্গাপূজায় মণ্ডপে মণ্ডপে ঘুরতাম।এখন চাইলেও নানা জায়গায় যেতে পারি না, ভিড় জমে যায়। মানুষজন সেলফি তোলার জন্য ভিড় করে, কথা বলতে চায়। সে জন্য পূজার সময়টা একটু অন্যভাবে কাটে।’

এবারের পূজার ছুটিতে একদিন ঢাকায় থাকবেন বিদ্যা সিনহা মিম। বাকি দিনগুলো কুমিল্লায় শ্বশুরবাড়িতে কাটাবেন। তিনি বলেন, ‘পূজার ছুটিতে শ্বশুরবাড়িতে থাকব। সবাইকে নিয়ে আনন্দ করব।’

মিম অভিনীত সবশেষ ‘অন্তর্জাল’ সিনেমাটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। আগামী ২৪ নভেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ‘মানুষ’ নামে একটি সিনেমা। এতে টলিউড সুপারস্টার জিতের বিপরীতে অভিনয় করেছেন তিনি।