মুম্বাইয়ে ‘মুজিব’ সিনেমার বিশেষ প্রদর্শনী, শুভর প্রশংসায় নাসিরুদ্দিন শাহ

Looks like you've blocked notifications!
ছবি : ভারতীয় বার্তা সংস্থা পিটিআই

বাংলাদেশ সাড়া ফেলার পর আগামী ২৭ অক্টোবর ভারতে মুক্তি পাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : একটি জাতির রূপকার’। 

এ উপলক্ষে গতকাল বুধবার মুম্বাইয়ের ভারতের জাতীয় জাদুঘরে বাংলা এবং হিন্দি উভয় ভাষায় সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

সেখানে কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগালের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করেন ভারতীয় সিনেমা সংশ্লিষ্টরা। এই আয়োজনে সিনেমাটির কেন্দ্রীয় অভিনেতা আরিফিন শুভ ছাড়াও বাংলাদেশ থেকে উপস্থিত ছিলে বিএফডিসির কর্মকর্তারা। 

বিশেষ প্রদর্শনীর পর শ্যাম বেনেগালের বলেন, অবশ্যই আমি সিনেমাটি তৈরি করে উপভোগ করেছি। এটা আমার জন্য সম্মানের বিষয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং মুজিব কন্যা সিনেমাটি পছন্দ করেছেন।

বিশেষ প্রদর্শনীর পর আরিফিন শুভর প্রশংসায় করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ।