বাথটাবে ‘ফ্রেন্ডস’খ্যাত অভিনেতা ম্যাথুর মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
ছবি : ম্যাথু পেরির ইন্সটাগ্রাম থেকে নেওয়া

টেলিভিশন সিরিজ ‘ফ্রেন্ডস’খ্যাত অভিনেতা ম্যাথু পেরি (৫৪) মারা গেছেন। শনিবার রাতে লস অ্যাঞ্জেলসের বাড়ি থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। লস অ্যাঞ্জেলেসে টাইমস এর প্রতিবেদনে এমন খবর প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৮ অক্টোবর) রাতে লস অ্যাঞ্জেলসের বাড়ির বাথটাবের থেকে নিথর দেহ উদ্ধার হয় ম্যাথু পেরির। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পানিতে ডুবেই ম্যাথু পেরির মৃত্যু হয়। হয়তো হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নব্বইয়ের দশকে জনপ্রিয় টেলিভিশন শো 'ফ্রেন্ডস'-এর প্রধান ছয় চরিত্রের অন্যতম ছিল চ্যান্ডলার বিং। চ্যান্ডলারের চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে এসেছিলেন ম্যাথু। তাঁর সংবেদনশীল কৌতুকাভিনয়ে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। বিশেষ করে মনিকা ও জোয়ির সঙ্গে চ্যান্ডলারের সমীকরণ ভোলার নয়। বন্ধুত্ব ও প্রেমের মিশেলে চ্যান্ডলারের চরিত্রকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ম্যাথু।

পর্দায় কৌতুক চরিত্রে অভিনয় করে দর্শকের মনোরঞ্জন করলেও ক্যামেরার নেপথ্যে কঠিন জীবনযাপন করতে হয়েছিল ম্যাথুকে। ব্যথার ওষুধ ও মদে আসক্ত ছিলেন এ অভিনেতা। একাধিকবার রিহ্যাবেও যেতে হয়েছিল তাঁকে। 

ম্যাথু পেরি ১৯৮৭ সালে ‘বয়েজ উইল বি বয়েজ’-এ প্রথম অভিনয় করার সুযোগ পান। তবে তাঁর অভিনয় জীবনের মাইলফলক ছিল ‘ফ্রেন্ডস’। ১৯৯৪ সালে এই টেলিভিশন সিটকম সিরিজ শুরু হয়। এতটাই জনপ্রিয়তা পায় ওই সিরিজ যে টানা ১০ বছর ধরে তা চলে। ১০ সিজন পর ২০০৪ সালে শেষ হয় ‘ফ্রেন্ডস’।