পরিচয় মিলল রাশমিকার ভাইরাল ভিডিও’র প্রকৃত ব্যক্তির
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেইক, তার প্রমাণ দিলেন ভিডিওটির আসল মালিক।
মূল ভিডিওতে থাকা ওই নারীর নাম জারা প্যাটেল। সামাজিকমাধ্যমে তাঁর বিপুল ফলোয়ার রয়েছে। গত ৯ অক্টোবর নিজের ওই ভিডিওটি ইনস্টাগ্রামে আপলোড করেন জারা। আর সেই ডিপফেক ভিডিওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এ আই) ব্যবহার করে অভিনেত্রী রাশমিকার মুখ প্রতিষ্ঠাপন করা হয়েছে।
জারা এই ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। এ আই-এর সাহায্য নিয়ে তার মুখ বদলে রাশমিকার মুখ ব্যবহার করা হয়েছে। আর ভিডিওটি ভারতীয় একজন সাংবাদিক তার এক্স-এ শেয়ার করেছেন। তবে কে এই ফেইক ভিডিওটি তৈরি করেছে এবং তাদের উদ্দেশ্যই বা কী ছিল তা এখনও অজানা।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এ বিষয় প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘হ্যালো, আমার নজরে এসেছে, কেউ আমার ভিডিও নিয়ে একজন জনপ্রিয় অভিনেত্রীর মুখ ব্যবহার করে একটি ডিপফেক ভিডিও তৈরি করেছে। ডিপফেক ভিডিওর সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নেই। এ বিষয়ে আমি বিরক্ত। আমি সেই নারী ও মেয়েদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, যাদেরকে এখন সোশ্যাল মিডিয়ায় নিজেদের রাখার ব্যাপারে আরও বেশি ভয় থাকতে হয়। অনুগ্রহ করে এক ধাপ পিছিয়ে যান এবং আপনি ইন্টারনেটে যা দেখছেন তা যাচাই করুন। নেটদুনিয়ায় সবকিছু বাস্তব নয়।’
অভিনেত্রী লেখেন, ‘আমাকে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ডিপফেক ভিডিও নিয়ে কথা বলতে হচ্ছে, বিষয়টি সত্যিই দুঃখজনক। সত্যি বলতে আমি শঙ্কিত। এই শঙ্কা শুধু নিজের জন্য নয়; বরং তাদের প্রত্যেকের জন্য, যারা প্রযুক্তির অপব্যবহারের কারণে ক্ষতির মুখে পড়েছেন।’
ইনস্টাগ্রাম স্টোরিতে বিবৃতি দিয়ে রাশমিকা লিখেছেন,‘আমার যে ডিপফেক ভিডিও ছড়িয়েছে সমাজমাধ্যমে, সেটা নিয়ে কথা বলতে গেলেও ভীষণ খারাপ লাগছে। আমি ব্যথিত। এই ঘটনা আমার কাছে খুবই ভয়ের। শুধু আমার একার জন্য নয়, যারাই সারাক্ষণ ক্যামেরার সামনে রয়েছেন তাদের জন্য। ভাবলেই ভয় করছে, কীভাবে প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে। আজ একজন নারী ও অভিনেত্রী হিসাবে আমি আমার পরিবার, বন্ধু-বান্ধবদের কাছে কৃতজ্ঞ, যারা আমাকে এই সময় সমর্থন করেছেন আমার পাশে দাঁড়িয়েছেন। কিন্তু ভাবুন, যদি আমি একজন স্কুল-কলেজে পড়া ছাত্রী হতাম! আমার তো মাথা কাজ করত না এই পরিস্থিতিকে সামাল দেওয়ার। আমাদের সবার উচিত সমষ্টিগতভাবে এগিয়ে এসে এই ধরনের সমস্যা নিয়ে কথা বলা।’
ওই ভাইরাল ভিডিও সম্পর্কে জানার পর অভিনেত্রীর পক্ষে আওয়াজ তুলেছেন অমিতাভ বচ্চন। ঘটনায় আইনি পদক্ষেপ দাবি জানিয়ে টুইটে এই অভিনেতা লেখেন, ‘এটি একটি অত্যন্ত গুরুতর বিষয়, আইনি পদক্ষেপ নেওয়া দরকার।’