নোবেল কাণ্ডে লাইভে এসে কাঁদলেন আরশির স্বামী নাদিম

Looks like you've blocked notifications!
ছবি : ফেসবুক থেকে নেওয়া

সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল চলতি বছরের এপ্রিলে একটি গানের মঞ্চে মাতলামি করে নেটদুনিয়ায় সমালোচনা সৃষ্টি করেছিলেন। এবার কদিন আগেই ফারজান আরশি নামের এক তরুণীকে বিয়ের দাবি করেছেন নোবেল। এ ঘটনায় লাইভে এসে কান্না করেছেন আরশির স্বামী নাদিম আহমেদ।

এ বিষয়ে এতোদিন ফারজান আরশি বক্তব্য না দিলেও গতকাল বুধবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিয়ের বিষয়টি আস্বীকার করেছেন।

তবে এদিন রাতেই ফেসবুক লাইভে আরশির স্বামী নাদিম আহমেদ ফেসবুক লাইভে এসে জানালেন ভিন্ন কথা। তিনি বললেন, আমি আরশিকে ফেরত আনতে গিয়েছিলাম। সে আমাকে স্বামী হিসেবে সরাসরি অস্বীকার করে, সে আমার সঙ্গে আসতে চায়নি। কথা বলার এক পর্যায়ে নাদিম আহমেদ কেঁদে ফেলেন। তিনি কী করবেন ভেবে পাচ্ছেন না জানিয়ে ফেসবুক লাইভ দর্শকদের নিকট মন্তব্যের ঘরে পরামর্শ চান।

লাইভের শুরুতেই নাদিম বলেন, আমার সঙ্গে কী ঘটে গেছে আমি জানি। এটাক আমার লাইফের পেইনফুল একটা ঘটনা। আমাদের ভালোবাসার সংসার ছিল, সবকিছু ভালো চলছিল। হঠাৎ করেই চলে গেল। পরে হুট করে দেখি বাংলাদেশের সিঙ্গার নোবেলের সঙ্গে বিয়ের স্ট্যাটাস দিয়েছে। আমি প্রথমে আসলে মানতে পারছিলাম না এটা আরশি। আমার জন্য ব্যাপারটা খুব ইমোশনাল। 

তিনি বলেন, আমার একটাই কথা আমারে ওয়াইফকে কিন্তু আমি ছাড়িনি, আমি ডিভোর্স দেইনি। সেটা সে অবস্থায় আছে। আমি চেষ্টা করেছি তাকে ফিরিয়ে আনতে গিয়েছি। আমি ফোর্স নিয়ে তার বাসায় গিয়েছি। কিন্তু সে আমার সঙ্গে আসেনি, আমাকে অস্বীকার করেছে।