৪ ঘণ্টা হচ্ছে ‘অ্যানিমেল’, নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে এই তারিখে?

Looks like you've blocked notifications!
নেটফ্লিক্সের লোগো ও সিনেমাটির দৃশ্য। ছবি : এক্স থেকে নেওয়া

বিশ্ব বক্স অফিসে দারুণ সাড়া ফেলা  রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ আগামীকাল ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে বাংলাদেশে মুক্তি পাচ্ছে। এরই মধ্যে ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, দ্রুতই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে আলোচিত সিনেমাটি।

গণমাধ্যমগুলো দাবি করছে, নেটফ্লিক্সে ‘অ্যানিমেল’ মুক্তির সম্ভব্য তারিখ জানিয়েছে আগামী বছরের ২৬ জানুয়ারি। নেটফ্লিক্সে ভার্সনে সিনেমার দৈর্ঘ্য আরও বাড়ছে ৩০ মিনিট। যা প্রায় চার ঘণ্টার কাছাকাছি।  

গত ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে রণবীর অভিনীত আলোচিত এই সিনেমা। গতকাল পর্যন্ত সিনেমাটি ৪২৫ কোটি রুপি আয় করেছে বিশ্বজুড়ে।

অ্যাকশন ও বাবা-ছেলের অসামান্য আবেগ-ভালোবাসায় সাজানো অ্যানিমেল নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২০০ কোটি রুপি (ভারতের মুদ্রা)। সিনেমাটিতে রণবীর বাদে আরও আছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া, সৌরভ সচদেব প্রমুখ।