তৃতীয় সপ্তাহে ডাঙ্কি’র আয় ৫৫.৫৬%, সালারের আয় কত?

Looks like you've blocked notifications!
ছবি : ডাঙ্কি ও সালার সিনেমার পোস্টার

বছরের শুরুটা বেশ ঢিমেতালেই করল বলিউড। শাহরুখ খানের ডাঙ্কি খাতা খুলেছিল খুব কম অঙ্কে। ১৭ দিনেও আড়াইশো কোটির ঘর পেরোতে পারেনি কিং খানের সিনেমা। বরং হল দখলে রেখেছে দক্ষিণের সিনেমা সালার। ১৬ দিনে ৩৮৭ কোটি পেরিয়ে গিয়েছে। 

স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, শনিবার ডাঙ্কি ব্যবসা করল ৩.৫০ কোটির। অন্যদিকে, সালারের ব্যবসার অঙ্ক ছিল ৫.২৫ কোটি। 

ডাঙ্কির বক্সঅফিস কালেকশন

শাহরুখ খানের ডাঙ্কি ৬ জানুয়ারি, তৃতীয় শনিবারে ৫৫.৫৬% লাফ দেখেছে। কিং খানের ২০২৩ সালের তৃতীয় বলিউড সিনেমা ১৭তম দিনে ৩.৫ কোটি আয় করতে সক্ষম হয়েছে। রাজকুমার হিরানি সিনেমাটি ভারতে এখন পর্যন্ত ২১২.২২ কোটি নেট আয় করেছে।

স্যাকনিল্কের তথ্যমতে, সিনেমাটি অভ্যন্তরীণ বাজারে ২৫০.৫ কোটি গ্রস বক্স অফিস অতিক্রম করেছে এবং বিদেশী বাজারে ইন্ডাস্ট্রি ট্র্যাকার অনুসারে শাহরুখের সিনেমা ৪১৫.৫ কোটি ছুঁয়েছে। 

যদিও রেড চিলিস এন্টারটেইনমেন্ট ৫ জানুয়ারি পোস্ট করেছে যে, সিনেমাটি ইতোমধ্যেই বিশ্বব্যাপী ৪২২.৯০ কোটি আয় করেছে। ডাঙ্কি প্রথম সপ্তাহে ১৬০.২২ কোটি টাকা আয় করতে পেরেছে। রাজকুমার হিরানির এই ড্রামা দ্বিতীয় সপ্তাহে ভারতে ৪৬.২৫ কোটি নেট সংগ্রহ করেছে।

উত্তর আমেরিকা বক্স অফিস ট্র্যাকার পানিপুরি অনুসারে, ডাঙ্কি সেই অঞ্চলে আট মিলিয়ন ছাড়িয়েছে। পাঠান এবং জওয়ানের পরে উত্তর আমেরিকায় শাহরুখ খানের জন্য এটি তৃতীয় আট মিলিয়ন ডলার উপার্জনকারী সিনেমা।

আরও জানা যাচ্ছে যে, ডাঙ্কি ৬ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত উত্তর আমেরিকায় ৩৩,০৯৮ মিলিয়ন গ্রস সংগ্রহ করেছে। তাপসী পান্নু, ভিকি কৌশল এবং বোমন ইরানি অভিনীত সিনেমাটি একই সময়ে প্রভাসের সালার (৯.৭৮০ ডলার) থেকে অনেক এগিয়ে ছিল।

সালার বক্স অফিস কালেকশন

তেলেগু, কন্নড়, মালয়ালম, তামিল এবং হিন্দিতে মুক্তি পেয়েছিল সালার। ১৬ তারিখে অর্জিত ৫.৩ কোটি থেকে ৩.৭৫ কোটির বেশির ভাগই এসেছে হিন্দি ভাষার টিকিট বিক্রি থেকে, তারপরে তেলেগু ( ১.৩৭ কোটি), এবং তামিল (০.১৮ কোটি)।

মুক্তির দিনে, প্রশান্ত নীল পরিচালিত সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ৯০.৭ কোটি নেট সংগ্রহ করেছে। বিজয় কিরাগান্দুর প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান এবং মধু গুরুস্বামী। ফিল্মটি রামোজি ফিল্ম সিটি এবং এর আশেপাশে ১৪টি বিশাল সেট নিয়ে শুটিং হয়েছে। বাহুবলী ২-এর পর ফের বড় সাফল্য প্রভাসের ঝুলিতে।