ইয়াশের জন্মদিন পালন করতে গিয়ে ৩ ভক্তের মৃত্যু, আর্থিক সহায়তা দেবেন নায়ক

Looks like you've blocked notifications!
‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমার দৃশ্য। ছবি : সংগৃহীত

ভারতের কন্নড় সুপারস্টার ইয়াশের জন্মদিন ভক্তরা বেশ আয়োজন করেই উদযাপন করে থাকেন। কিন্তু এবার ইয়াশের জন্মদিন পালন করতে গিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিনজন ভক্তের। আহত হন আরও তিনজন। প্রিয় তারকাকে সারপ্রাইজ দিতে দেয়ালে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই ঘটনা ঘটেছে কর্ণাটকে।

ভক্তদের এমন উদযাপন মর্মাহত হয়েছেন ইয়াশ। জানা গেছে, এই দুর্ঘটনার পর মৃত ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করতে ছুটে গিয়েছেন তিনি। আহতদের দেখতে হাসপাতালেও গিয়েছেন অভিনেতা। ভক্তদের বাড়িতে গিয়ে সমবেদনাও জানিয়েছেন।

হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন; অভিনেতা জানান, তিনি এধরনের উন্মাদনা আশা করেননি। ভক্তদেরকে তাদের পরিবারের জন্য দায়বদ্ধ আচরণ করার জন্য অনুরোধ করেছেন অভিনেতা।

ইয়াশ বলেন, ‘যদি যেখান থেকেই আমাকে শুভেচ্ছা জানান, আমার জন্য সেটা হবে ভালো লাগার। এধরণের দুঃখজনক ঘটনায় আমার নিজের জন্মদিনকে নিজের ভয় লাগবে। এভাবে ভালোবাসা প্রকাশের প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, ‘আপনাদের ভালোবাসা এভাবে প্রকাশ করবেন না অনুগ্রহ কয়রে। আপনাদের অনুরোধ করছি, ব্যানার টাঙাবেন না, বাইক চেজ করবেন না, বিপদজনক সেলফি তুলবেন না। জীবনটাকে এগিয়ে নিন, যেভাবে আমি নিচ্ছি। আপনারা যদি সত্যিই আমার ভক্ত হয়ে থাকেন তাহলে নিজেদের কাজগুলো দায়িত্ব নিয়ে করুন। নিজের জীবনটাকে এবং নিজেকে সুখী ও সফল করে তোলার চেষ্টা করুন। আপনারা আপনাদের পরিবারের সবকিছু। তাদের গর্বিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যান।’

ইয়াশ জানান, এবছর তিনি নিজের জন্মদিন উদযাপন করেননি কারণ করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে। মৃত ভক্তদের পরিবারগুলোকে তিনি আর্থিক সহায়তা দেবেন বলে জানিয়েছেন।