জানুয়ারিতে ‘হুব্বা’, ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে মোশাররফ করিমের ‘বিলডাকিনি’

Looks like you've blocked notifications!
সিনেমা দুটির দৃশ্য। ছবি : প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

নন্দিত অভিনেতা মোশাররফ করিমের দুই সিনেমা মুক্তি পাচ্ছে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে। ১৯ জানুয়ারি দুই বাংলায় মুক্তির কথা চলছে ‘হুব্বা’ সিনেমার। পশ্চিমবঙ্গের হুগলির শীর্ষ সন্ত্রাসী হুব্বা শ্যামলকে কেন্দ্র করে এটি নির্মাণ করেছেন ব্রাত্য বসু। 

এরই মধ্যে জানা গেছে, দেশের প্রেক্ষাগৃহে তাঁর নতুন সিনেমা ‘বিলডাকিনি’ মুক্তি পাবে আসছে ফেব্রুয়ারিতে। সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন ‘বিলডাকিনি’র নির্মাতা ফজলুল কবীর তুহিন। তিনি বলেন, ‘সিনেমার কাজ শেষ হয়েছে বেশ আগে। দর্শকরা অপেক্ষা ছিল এ সিনেমার জন্য। সবঠিকথাকলে ফেব্রুয়ারি মাসেদেশের প্রেক্ষাগৃহে বিলডাকিনি মুক্তি পাবে। সেভাবে কাজ চলছে। দু-তিন দিনের মধ্যে মুক্তির তারিখ জানাতে পারব।’

কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে তৈরি হয়েছে এ সিনেমার চিত্রনাট্য। ২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া এ সিনেমায় উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। সিনেমাটি সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় রয়েছে ডেটা সলিউশন।

২০২২ সালের জানুয়ারিতে নওগাঁর বিভিন্ন স্পটে হয় সিনেমার দৃশ্যধারণ। মোশাররফ করিম-পার্নো মিত্র ছাড়াওসিনেমাটিতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, মনোজ প্রামাণিক প্রমুখ।