নিয়ম না মেনে একসঙ্গে ৩ সিনেমা, ‘হুব্বা’ একাই ৬৩ সিনেমা হলে

Looks like you've blocked notifications!
সিনেমা ৩টির পোস্টার। ছবি : ফেসবুক থেকে নেওয়া

নতুন বছরের ক্যালেন্ডারে আজ শুক্রবার প্রথম একসঙ্গে মুক্তি পাচ্ছে তিন সিনেমা, যার দুটি দেশি হলেও একটি বিদেশি সিনেমা। এদিন থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কাগজের বউ’, মেহেদী হাসান পরিচালিত ‘শেষ বাজি’ এবং ভারত থেকে আমদানি করা সিনেমা ‘হুব্বা’, যেটি পরিচালনা করেছেন কলকাতার ব্রাত্য বসু।

একই দিনে তিন সিনেমা মুক্তি পাওয়ায় হল পাওয়া নিয়ে নির্মাতাদের মধ্যে উঠেছে নানা অভিযোগ। বিদেশি সিনেমা সংখ্যাগরিষ্ঠ হল পাচ্ছে। সেদিক থেকে দেশি সিনেমা কোনো হলই পাচ্ছে না। নির্মাতাদের অভিযোগ, ভারতীয় সিনেমা এনে বেশি হলে মুক্তি দেওয়া হচ্ছে, যার কারণে আমরা দেশি সিনেমা মুক্তিতে হল পাচ্ছি না। পলিটিকসের শিকার হয়েছি।

দেশের প্রযোজক-পরিবেশক সমিতির নিয়মানুসারে উৎসব ছাড়া একই দিনে দুইয়ের অধিক সিনেমা মুক্তি দেওয়ার নিয়ম নেই। এর বাইরে অন্যান্য সময়ে দুটি সিনেমা মুক্তি দেওয়া যেতে পারে। তবে বিদেশি সিনেমা মুক্তির ক্ষেত্রেও কিছু নিয়ম দেওয়া হয়েছে। তবে সেসব নিয়ম না মেনে দেশি সিনেমার সঙ্গে বিদেশি সিনেমা মুক্তি দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন দুই নির্মাতা চয়নিকা চৌধুরী ও মেহেদী হাসান।

‘কাগজের বউ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশের ৯ হলে। অন্যদিকে মেহেদী হাসানের ‘শেষ বাজি’ মুক্তি পাচ্ছে দেশের ২০ হলে। দেশি সিনেমা যেখানে হল পেতে কাঠখড় পোহাচ্ছে, সেখানে আমদানি করা ভারতীয় সিনেমা ‘হুব্বা’ মুক্তি পাচ্ছে দেশের ৬৩ হলে। এমনটা নিশ্চিত করেছেন সিনেমাটির আমদানিকারক ও পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। 

পলাশ সিনে প্রোডাকশনের ব্যানারে ‘কাগজের বউ’ সিনেমায় অভিনয় করেছেন পরী মণি, ডি এ তায়েব, চিত্রনায়ক ইমন প্রমুখ। রিকুয়াইর রিয়েল এস্টেট লিমিটেডের ব্যানারে ‘শেষ বাজি’ সিনেমায় অভিনয় করেছেন সাইমন সাদিক, শিরিন শিলা, বড়দা মিঠু প্রমুখ। 

অন্যদিকে, কলকাতার ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে ‘হুব্বা’ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের মোশাররফ করিম, ইন্দ্রনীল সেনগুপ্ত প্রমুখ।