১৩টি মনোনয়ন পেয়ে শীর্ষে ‘ওপেনহাইমার’

Looks like you've blocked notifications!
ওপেনহাইমার চলচ্চিত্রের পোস্টার। ছবি : ইউনিভার্সাল পিকচার

কে, কারা, কোনটি? অস্কার ঘিরে আলোচনায় ছিল প্রশ্নগুলো। অবশেষে বিশ্ব রূপালি জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯৬তম আসরে চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষিত হলো আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি)। এই তালিকায় সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়ে শীর্ষে রয়েছে ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘ওপেনহাইমার’। পারমাণবিক বোমা আবিষ্কারের সত্যি ঘটনা তুলে ধরা হয়েছে এতে। বক্স অফিসে ছবিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা ‘বার্বি’ পেয়েছে আটটি মনোনয়ন। এ ছাড়া ‘পুয়োর থিংস’ ১১টি ও ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ১০টি ক্যাটাগরিতে মনোনীত হয়েছে।

জার্মান-আমেরিকান অভিনেত্রী জাসি বিটস ও আমেরিকান অভিনেতা জ্যাক কুয়েড বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এই মনোনয়ন তালিকা ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অ্যাকাডেমির স্যামুয়েল গোল্ডউইন থিয়েটার থেকে এই আয়োজন সরাসরি সম্প্রচার করে দ্য অ্যাকাডেমির ফেসবুক ভেরিফায়েড পেজে। এ ছাড়া দেখানো হয়েছে অস্কারের দুই ওয়েবসাইট–অস্কার ডটকম, অস্কারস ডট ওর্গেও। 

১৯২৭ সাল থেকে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সদস্যদের ভোটে অস্কারের মনোনয়ন ও পুরস্কার দেওয়া হচ্ছে। এবারের পুরস্কারে মনোনীতদের মধ্য থেকে আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ৯৬তম অস্কার বিজয়ীদের হাতে সোনালি ট্রফি তুলে দেবেন বিখ্যাত তারকারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আমেরিকান তারকা জিমি কিমেল। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে জমকালো এই আয়োজন।