বক্স অফিসে কতটা উড়ছে ‘ফাইটার’?

Looks like you've blocked notifications!
সিনেমাটির দৃশ্য। ছবি : এক্স থেকে নেওয়া

শুরুটা না জমলেও এখন বক্স অফিসে একাই রাজত্ব করছে ‘ফাইটার’। সদ্য মুক্তি প্রাপ্ত সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে প্রথমবারের মত এক সঙ্গে জুটি বেঁধেছেন হৃতিক রোশন ও দীপিকা পাডুকোন।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে দাবি করছে, ২০০ কোটি রুপি বাজেটের ‘ফাইটার’ মুক্তির প্রথম দিনে ভারতে যেখানে ২২ কোটি রুপি আয় করেছিল, সেখানে দ্বিতীয় দিনেই এর আয় বেড়ে দাড়িয়েছে ৩৯ কোটি রুপি।  শনিবার ফাইটারের আয় হয় ২৮ কোটি। ফলে তিন দিনে এই সিনেমাটির মোট আয় হয়েছে ৯৩ কোটি রুপি। সব মিলিয়ে আয় এভাবে বাড়তে চললে রবিবারের মধ্যেই সিনেমাটি ১০০ কোটির গণ্ডির টপকে যাবে।

হৃতিক অভিনীত প্রথম ‘অ্যারিয়াল অ্যাকশন’ ঘরানার সিনেমা বেশ পছন্দ হয়েছে চলচ্চিত্রপ্রেমীদের। সিনেমার অ্যাকশন তো বটেই, হৃতিক ও দীপিকার রসায়ন সবাই ভীষণ পছন্দ করেছেন। সেই সঙ্গে নজর কেড়েছেন অনিল কাপুর থেকে শুরু করে অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, প্রমুখরা।

পাকিস্তানের তরফে ভারতের ওপর করা একটি সন্ত্রাসবাদী হামলার পর এয়ারস্ট্রাইকের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘ফাইটার’। সিনেমাতে বিমান বাহিনীর অফিসার হিসেবে ধরা দিয়েছেন হৃতিক ও দীপিকা। হৃতিকের চরিত্রের নাম ‘শামশের পাঠানিয়া’। ‘মিনল রাঠোর’ রূপে রয়েছেন দীপিকা। সিনেমাতে আরও রয়েছেন অনিল কাপুর, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার সহ অনেকে।

‘ফাইটার’ প্রযোজনা করেছে ভায়াকম ১৮ মোশন পিকচার্স।