ভালোবাসার দিনে চার ভালোবাসার গল্প

Looks like you've blocked notifications!

চলতি বছরের ভালোবাসা দিবস উপলক্ষে দেশের সর্ববৃহৎ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে ‘লাভ স্টোরিস ভালোবাসার দিনে ভালোবাসার গল্প’ নামে একটি বিশেষ ক্যাম্পেইন। লেখক বিশ্বজিৎ চৌধুরির “স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প” বই থেকে বাছাইকৃত চারটি ছোট গল্প অবলম্বনে চারজন স্বনামধন্য নির্মাতা নির্মাণ করছেন চারটি শর্টফিল্ম।

সম্পূর্ণ রোমান্টিক ঘরানার এই শর্টফিল্মগুলো ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি। এগুলো নাম হচ্ছে বুকিং, দুঃখিত, গাঁইয়া ও এক্সট্রা। এগুলো বানিয়েছেন যথাক্রমে মিজানুর রহমান আরিয়ান, কাজল আরেফিন অমি, গিয়াস উদ্দিন সেলিম ও ভিকি জাহেদ। 

শর্ট ফিল্মগুলোতে অভিনয় করেছেন নায়িকা পরীমনি, এবিএম সুমন, জিয়াউল হক পলাশ, পারসা ইভানা, প্রার্থনা ফারদিন দীঘি, খায়রুল বাসার, নিলয় আলমগীর, সাবিলা নূরসহ আরও অনেকে।

সম্প্রতি এই শর্টফিল্মগুলোর মধ্যে ‘দুঃখিত”, ‘বুকিং’ আর ‘এক্সট্রা’ নামের শর্টফিল্ম তিনটির পোস্টার ও ‘বুকিং'-এর টিজার মুক্তি পেয়েছে বঙ্গ-এর ফেসবুক পেইজে।

লাভ স্টোরিজ ক্যাম্পেইনের প্রতিটি শর্ট ফিল্ম দেখা যাবে মাত্র ১৪ টাকায় এবং চারটি শর্ট ফিল্ম একসঙ্গে দেখা যাবে মাত্র ২৯ টাকায়। শুধু তাই নয়, এই শর্ট ফিল্মগুলো দর্শক নিজে কেনার পাশাপাশি ফ্রি-তে গিফট করতে পারবে নিজের প্রিয়জনকেও। 

যারা গিফট করবেন তাদের মধ্য থেকে ৫০ জন সৌভাগ্যবান বিজয়ী জুটি পাবেন লাভ স্টোরিজ গালা নাইটে অংশগ্রহণের সুযোগ পাবেন। যেখানে তারা তাদের প্রিয় তারকাদের সাথে ডিনার করতে পারবেন।

ভালোবাসাকে কেন্দ্র করে ভিন্নধর্মী এই আয়োজনটি নিয়ে লাভ স্টোরিজ-এর প্রযোজক ও বঙ্গ'র চিফ অফ কন্টেন্ট মুশফিকুর রহমান মঞ্জু বলেন, বছরজুড়ে নানা উৎসবে দর্শকদের জন্য বঙ্গ ব্যতিক্রম সব কন্টেন্ট নিয়ে আসে। তারই ধারাবাহিকতায় এবারের ভালোবাসা দিবস উপলক্ষে বঙ্গ-এর বিশেষ আয়োজন লাভ স্টোরিস- ভালোবাসার দিনে ভালোবাসার গল্প। 

তিনি আরও বলেন, লাভ স্টোরিজের নির্মাতা, কলাকুশলী, গল্প নির্বাচন, সকল ক্ষেত্রেই আমরা আমাদের দর্শকের পছন্দকে প্রাধান্য দিয়েছি। আশা করছি বঙ্গ'র অন্যান্য কাজের মতো এই লাভ স্টোরিজকেও দর্শক দারুণ ভাবে ভালোবেসে আপন করে নেবেন।