‘চক্কর’ সিনেমায় মোশাররফ করিমের নায়িকা কে?

Looks like you've blocked notifications!
সিনেমাটির পোস্টার ও অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু। ছবি : ফেসবুক থেকে নেওয়া

সরকারি অনুদানে ‘চক্কর ৩০২’ সিনেমা নির্মাণ করেছেন শরাফ আহমেদ জীবন। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।সম্প্রতি নিজের প্রথম সিনেমার পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা। অভিনয়শিল্পীদের কারও নাম প্রকাশ না করলেও জানা গেছে এই সিনেমায় মোশাররফ করিমের বিপরীতে কাজ করেছেন অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু। 

শিমু জানিয়েছেন, ‘চক্কর সিনেমায় আমি মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। গল্পে আমার চরিত্রটি গুরুত্বপূর্ণ। মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করব—এটা ভেবে ভয় লাগছিল প্রথমে। কিন্তু মোশাররফ ভাই এতটাই মজার মানুষ, শুটিং শুরুর আগে তিনি আমার ভয় দূর করে দিয়েছেন। অনেক আনন্দ করে সবাই কাজটি করেছি।’

রিকিতা নন্দিনী শিমু এর আগে তারেক মাসুদের সিনেমা ‘রানওয়ে’ দিয়ে সিনেমার ক্যারিয়ার শুরু করেছেন, এরপর গত এক যুগে ‘আন্ডার কনস্ট্রাকশন’, ‘শিমু’, ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’, ‘ফেরেশতে’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।

‘চক্কর ৩০২’ সিনেমার গল্প নিয়ে নির্মাতা শরাফ আহমেদ জীবন বলেন, ‘চক্কর মানবিক স্পর্শের গল্প। সরকারি অনুদানের সঙ্গে আরও বাজেট যুক্ত করে বড় আয়োজনে সিনেমাটি বানানোর চেষ্টা করেছি।’ 

‘চক্কর ৩০২’ সিনেমার জন্য ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকার অনুদান পান জীবন। প্রথমে সিনেমাটির নাম ছিল ‘বিচারালয়’। পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের নির্দেশে পরিবর্তন করে হয়েছে। আসছে ঈদে সিনেমাটি মুক্তির প্রস্তুতি চলছে।