বক্স অফিসে ফের থ্রিলার দিয়ে অজয় দেবগনের বাজিমাত

Looks like you've blocked notifications!
সিনেমাটির পোস্টার। ছবি : ফেসবুক থেকে নেওয়া

থ্রিলার সিনেমা দিয়ে আবারও বাজিমাত করলেন অজয় দেবগন। তাঁর নতুন সিনেমা ‘শয়তান’ বক্স অফিসে সাড়া ফেলেছে সেই সঙ্গে গল্প আর নির্মাণই মুগ্ধ করছে সবাইকে।

মাধবন ও দক্ষিণী সিনেমার জ্যোতিকার মতো তারকা নিয়ে মুক্তির দ্বিতীয় দিনে বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে সিনেমাটি।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে ভারতে ১৪ কোটি রুপি আয় করা সিনেমাটি দ্বিতীয় দিনে আয় করেছে ১৮ কোটি রুপি। এছাড়াও বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪২.১ কোটি রুপি। রোববার ( ভারতের ছুটির দিন) সিনেমাটি আয় যে আরো বাড়তে পারে তা নিয়ে অনেকটাই নিশ্চিত সিনেমা বিশ্লেষকরা।

সিনেমা সমালোচক তরন আদর্শ সিনেমাটিকে ৫-এর মধ্যে রেটিং দিয়েছেন ৪। জানিয়েছেন সিনেমাটিতে রয়েছে অভাবনীয় টুইস্ট এবং বাঁক।

কালো জাদু, বশীকরণের মতো বিতর্কিত বিষয়ের প্রেক্ষাপটে তৈরি ‘শয়তান’ হল গুজরাটি সিনেমা ‘বশ’র অফিসিয়াল রিমেক। নির্মাতা কৃষ্ণদেব ইয়াগনিক। ২০২৩ সালের মে মাসে রিমেকের ঘোষণা দেওয়া হয় এবং জুনে শুরু হয় শুটিং। সিনেমাটি প্রযোজনা করেছে যৌথভাবে দেবগন ফিল্মস, জিও স্টুডিওস ও প্যানোরমা স্টুডিওস।