শিল্পী সমিতির নির্বাচন : নিপুণের সভাপতি মাহমুদ কলি

Looks like you've blocked notifications!
নিপুণের সঙ্গে মাহমুদ কলি। ছবি : ফেসবুক থেকে নেওয়া

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবারও নিপুণ লড়বেন সাধারণ সম্পাদক আসনের জন্য। কিন্তু সভাপতি প্রার্থী হবেন কে? এ নিয়ে অথৈ দরিয়ায় যখন সাঁতরাচ্ছিলেন নায়িকা।  

অবশেষে জানা গেল একসময়ের আলোচিত নায়ক মাহমুদ কলি হচ্ছেন নিপুণের প্যানেলের সভাপতি। যিনি এর আগে শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছিলেন।

নিপুণ জানিয়েছেন, ‘আমি সবসময় চেয়েছি, যারা আগে শিল্পী সমিতির পদগুলোতে ছিলেন, তারা যেন ফিরে আসেন। সেই ভাবনা থেকেই গত আসরে ইলিয়াস কাঞ্চন সাহেবকে নিয়ে নির্বাচন করেছি। ওনার সঙ্গে আমি দুই বছর কাজ করেছি। তো এবারও চাচ্ছিলাম এমন কাউকে আনি, যিনি সংগঠনটি সম্পর্কে জানেন, বোঝেন এবং এই সংগঠন যাদের হাত ধরে এই পর্যায়ে এসেছে। মাহমুদ কলি সাহেব তেমনই একজন। তাই আশা করছি তার সঙ্গে আমার মেলবন্ধনে ভালো কিছু হবে।’

এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি জানিয়েছেন, আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

সত্তরের দশকে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় মাহমুদ কলির। এরপর আশির দশকে তিনি সাফল্যের সঙ্গে বহু সিনেমায় কাজ করেছিলেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘মহাগ্যাঞ্জাম’। এটি ১৯৯৪ সালে প্রেক্ষাগৃহে এসেছিল। এর আগে ১৯৯১ সালে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৫ সালে ফের একই দায়িত্ব পান। এছাড়া ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এই নায়ক।