সাপের বিষ দিয়ে মাদক বানিয়ে গ্রেপ্তার ভারতীয় ইউটিউবার

Looks like you've blocked notifications!
এলভিস যাদব। ছবি : ফেসবুক থেকে নেওয়া

জনপ্রিয় ইউটিউবার এবং ‘বিগ বস ওটিটি ২’ বিজয়ী এলভিস যাদব সাপের বিষ ও বিষধর সাপ পাচারসহ তা দিয়ে মাদক বানানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। 

এনডিটিভির খবরে বলা হয়েছে,  রবিবার (১৭ মার্চ) তাকে গ্রেপ্তার করেছে নয়ডা পুলিশ। ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে তাকে।

জানা গেছে, প্রাণীসম্পদ রক্ষার আইনে ইউটিউবার এলভিস যাদবের বিরুদ্ধে মামলা করা হয়। শুরুতে তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ স্বীকার না করলেও পরবর্তীতে তিনি সেই অভিযোগ স্বীকার করে নেন।

গত বছরের ৩ নভেম্বরে নয়ডার সেক্টর ৫১-এ একটি ব্যাঙ্কোয়েট হলে রেভ পার্টির আয়োজন করেছিলেন এলভিস। পুলিশ যখন ওই রেভ পার্টিতে অভিযান চালায়, তখন সেখান থেকে ২০ এমএল সাপের বিষ উদ্ধার করে। এরপর আরও তল্লাশি চালাতেই ৫টি গোখরাসহ মোট ৯টি সাপ উদ্ধার করা হয়। সেই পার্টিতে আগত অতিথিদের ‘আলাদা মাত্রার’ নেশা করানোর জন্য সাপের বিষ সরবরাহ করেছিলেন এলভিস।